Book Review: (11)
দি আলকেমিস্ট
___পাওলো কোয়েলো
#চরিত্র :
১.সন্টিয়াগো (রাখাল) : মেষ চড়াতো। বই পড়তে পারতো। স্বপ্ন , ভ্রমণ করবে । মাঝে মাঝে স্বপ্নে কিছু একটা দেখে যার অর্থ শোনার জন্য এক বৃদ্ধার কাছে যায়। সে স্বপ্নের ব্যাখ্যা দেয় এমন যে,' সে মিশরের পিরামিডের কাছে গুপ্তধনের সন্ধান পাবে ।' কিন্তু তাকে একটি শর্ত দেয় ,তাকে তার দশ ভাগের এক ভাগ দিতে হবে।
২. বৃদ্ধ রাজা: 6 টি ভেড়ার বিনিময়ে ২ টি পাথর দেয় ( যেগুলো তাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে )
৩.আলকেমিস্ট: বিশেষ ক্ষমতাসম্পন্ন, শিক্ষিত, আধ্যাত্মিক জ্ঞানসম্পন্ন।
মূল কাহিনী:
যুবক মেষ বিক্রি করে যাত্রা শুরু করে। কিন্তু পথে প্রতারকের খপ্পরে পরে সব হারায়। এক রত্ন বিক্রেতার কাছে চাকরি পায় । মুসলিম রত্ন ব্যবসায়ীর সান্নিধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করে। কাচের গ্লাসে চা বিক্রি করতে থাকে। ব্যবসায় নতুনত্ব আসায় অনেক লাভ হয় । সাহারা মরুভূমি পাড়ি দিতে হবে । সঙ্গ নেয় এক কাফেলায়। কিন্তু মরু বড় নিষ্ঠুর হয়ে ওঠে। মরুদ্দ্যানের কাছে পৌঁছালে দুই গ্রুপের মধ্যে যুদ্ধ বেধে যায় । সেখানে তাদের বাধ্য হয়েই যাত্রা বিরতি করতে হয় । সেখানে কুয়োর কাছে পানি আনতে গেলে এক যুবতীর সাথে দেখা হয় । তারা প্রেমে পড়ে যায়। এর আগেও এক বনিকের মেয়ের প্রেমে পড়েছিল । বালক দুটো বাজপাখির মারামারি পর্যবেক্ষণ করে ভবিষ্যদ্বাণী করে যে, একদল সৈন্য সেই রাজ্য আক্রমণ করতে এগিয়ে আসছে। পূর্বাভাস পাওয়ায় যুদ্ধে জয়ী হয়। সেজন্য যুবক স্বর্ণমুদ্র উপহার ও সেখানে উপদেষ্টা পদে নিয়োগ পায়। কিন্তু তার স্বপ্ন জয়ের জন্য তাকে ছেড়ে যেতে হয় । দেখা হয় এক ইংরেজ যুবক, যেও একই উদ্দেশ্যে এসেছে । একসময় দেখা হ়য় আলকেমিস্টের সাথে। আলকেমিস্ট হলো তারাই যারা পৃথিবীর ভাষা বোঝে অর্থাৎ সকল কিছুর অর্থ তারা বোঝে । যারা লোহাকে সোনাই রূপান্তরিত করতে পারে। আলকেমিস্ট তার পরীক্ষা নিয়ে সফল হলে, তাকে সে সাহায্য করতে রাজি হয় । তারা দুজন যাত্রা শুরু করে। পথের মধ্যে একদল সৈন্য আটকায় ও সেনাপ্রধানের কাছে নিয়ে গেলে তাদের শাস্তি দেয়, মৃত্যুদন্ড । তা থেকে বাঁচতে আলকেমিস্ট কথা দেয় , মানুষ বাতাসে পরিণত হয়ে তাদের তাবু উড়িয়ে দেবে। শিষ্য বাতাসের রূপধারণ করতে সক্ষম হয় ও শর্তানুযায়ী মুক্তি পায়। মিশরের কাছে পৌঁছে আলকামিস্ট একটি পাত্রে সীসা রেখে তাতে সোনায় পরিণত করে। যুবকের হারানোর উপহার / ক্ষতিপূরণ হিসেবে যুবক, সঙ্গী ও নিজে ৩ ভাগ করে নেয়। যুবক পিরামিড দেখতে পায় ও একটি জায়গায় শুভ লক্ষণ দেখে মাটি খুঁড়তে থাকে। এমন সময় ডাকাত এসে আবার সবকিছু নিয়ে যায় । তখন সে বুঝতে পারে গুপ্তধন সেখানে নেই । বরং তার দ্বীপে গির্জার পাশে একটি গাছের নিচে আছে। তখন তারা খুঁজে পায়। প্রেমিকাকে বিয়ে করে । ধনী হওয়া সত্ত্বেও মেষ ক্রয় করে আবার রাখাল হয়ে যায় ।
শিক্ষনীয়:
১.স্বপ্ন জয়ে় ব্রত হতে হবে ( প্যাশনেট)।
২.সংগ্রাম করেই জয় ছিনিয়ে আনতে হবে ।
৩."যখন কেউ কিছু পেতে চায় ,তখন সমস্ত পৃথিবী তার জন্য সাহায্য করতে থাকে ।"
৪.প্রচুর বই পড়তে হবে ।
৫.প্রকৃতির মাহাত্ম্য বুঝার চেষ্টা করতে হবে ।
৬. শুভ লক্ষণ বোঝার চেষ্টা করতে হবে।
৭.ভাগ্যে যা থাকবে তা ঘটবেই।
©Mithun
No comments:
Post a Comment
Never share any links or personal information. Keep your privacy strong.