Thursday, July 29, 2021

পবিত্র ঈদুল আজহা হোক দূষণমুক্ত

পবিত্র ঈদুল আজহা হোক দূষণমুক্ত:


সকলকে জানাই আসন্ন পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা।

আনন্দ ও ত্যাগের অনন্য মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদ-উল-আযহা। পবিত্র এই দিনে আমরা কোরবানির মাধ্যমে তাকওয়ার বহিঃপ্রকাশ ঘটিয়ে থাকি। পাশাপাশি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন এবং মানুষ হিসেবে শ্রেষ্ঠত্ব ঘোষণা করে সবার মধ্যে আনন্দ ভাগাভাগি করি।

ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি আমাদের কিছু বিষয়ের প্রতি নজর রাখা আবশ্যক। সুস্থ পরিবেশ, সুস্থ দেহ, সুস্থ মন।


কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি:

*পশুর জন্য কেনা খড়কুটো যেখানে-সেখানে ফেলে রাখবেন না। 

* নর্দমায় ময়লা ফেলবেন না।

* কোরবানির পশুকে যেখানে রাখবেন, সেখানে নিয়মিত ব্লিচিং পাউডার দিয়ে জায়গাটিকে রোগজীবাণুমুক্ত রাখুন।

* পশু জবাইয়ের পরে রক্ত ও ময়লা পানি যেন রাস্তায় ছড়িয়ে না পড়ে, সেদিকে খেয়াল রাখুন।

* বাড়ির আশপাশের নর্দমায় পশুর রক্ত ও বর্জ্য কখনোই ফেলবেন না। এতে অন্য বাড়ির আশপাশে দুর্গন্ধ তৈরি হয়।

* এলাকার নির্ধারিত পশু জবাইয়ের জায়গায় কোরবানি দেওয়ার চেষ্টা করুন।

* জবাইয়ের সময় পানির ব্যবহারের দিকে গুরুত্ব দিন। পানির অপচয় করবেন না।

* বাড়ির আশপাশে গোবর কিংবা অন্য পশুর বর্জ্য ছড়িয়ে পড়ছে কি না, তা খেয়াল রাখুন।

* নিজে সচেতনভাবে বর্জ্য ব্যবস্থাপনা করুন। আপনার কারণে দুর্গন্ধে যেন অন্যের সমস্যা তৈরি না হয়, সেদিকে খেয়াল রাখুন।

* প্রতিবেশীদের বর্জ্য ব্যবস্থাপনা ও দুর্গন্ধ না ছড়ানোর দিকে খেয়াল রাখতে সচেতন করুন।

* যে পোশাক পরে পশু জবাই করছেন, তা ভালো করে ধুয়ে জীবাণুমুক্ত করুন।

* পশুর বর্জ্য কুকুর বা বিড়ালের নাগালের বাইরে রাখুন।

* চারপাশ যেন এ সময় দুর্গন্ধ ও জীবাণুমুক্ত থাকে, সেদিকে সর্বোচ্চ মনোযোগ দিন।

* পশুর অব্যবহৃত অংশ মাটিতে গর্ত করে পুঁতে ফেলুন অথবা পুড়িয়ে দিন।

* নাড়ি, ভুড়ি পুকুরের পানিতে পরিষ্কার করবেন না।


সকলের ঈদ ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক।

Tuesday, July 27, 2021

করোনা ভাইরাস মোকাবেলায় করণীয় ও টিকা গ্রহণ পদ্ধতি

করোনা ভাইরাস মোকাবেলায় করণীয় ও টিকা গ্রহণ পদ্ধতি:

আপনারা সকলেই জানেন, দ্রুত সংক্রমণশীল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশের অনেক মানুষ পরপারে পাড়ি জমিয়েছেন আবার অনেকে মৃত্যু সজ্জায়। করোনা নিয়ে আতঙ্ক নয়, আসুন সচেতন হ‌ই। তাহলে এবার আসুন করোনা ভাইরাস সম্পর্কে কিছু তথ্য জেনে নেই।


এই ভাইরাস কিভাবে ছড়ায়?

১. আক্রান্ত কারো সাথে নিবিড় সংস্পর্শে আসলে।

২. সংক্রমিত স্থান বা বস্তু ছুঁলে বা তার সংস্পর্শে এলে।

৩. আক্রান্ত ব্যক্তির কফ বা হাঁচি-কাশি থেকে।*


করোনা ভাইরাস আক্রান্ত রোগীর লক্ষণ: 

* শ্বাস নিতে কষ্ট হওয়া।

* জ্বর এবং শুকানো কাশি হ‌ওয়া।

* অরগ্যান ফেইলিওর বা দেহের বিভিন্ন প্রত্যঙ্গ বিকল হয়ে যাওয়া।

* আরো হতে পারে নিউমোনিয়া।

* শরীরের পেশীতে ব্যথা, গলা ব্যথা, স্বাদ ও গন্ধের অনুভূতি না থাকা, শ্বাসকষ্ট, কখনো পেট খারাপ ও বমি বা বমি বমি ভাব ইত্যাদি।

উক্ত লক্ষণগুলো কারো মধ্যে একসাথে দেখা দিলে দ্রুত করোনা পরীক্ষা করান। মনে রাখবেন, দ্রুত রোগ শনাক্তকরণের মাধ্যমে আপনি খুব শীঘ্রই সুচিকিৎসা নেয়ার সুযোগ পাবেন। এতে করে আপনার মৃত্যু ঝুঁকি কমে যাবে। তাই ভয় না পেয়ে লক্ষণ প্রকাশ পাওয়া মাত্রই করোনা পরীক্ষা করান।


আক্রান্ত ব্যক্তির করণীয়: 


১. আলাদা ঘরে অবস্থান করতে হবে।

২. নমুনা পরীক্ষা করাতে হবে।

৩. গরম পানির গার্গল ও ভাপ দিতে হবে।

৪. পুষ্টিকর খাবার খেতে হবে।

৫. নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিন।

৬. শরীরে অক্সিজেনের মাত্রা খেয়াল রাখুন।

৭. মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে হবে।


ভাইরাসের প্রতিরোধে করণীয়?


২. সাবান এবং জল, বা অ্যালকোহল দিয়ে হাত ঘন ঘন পরিষ্কার করুন।

৩. সামাজিক দূরত্ব বজায় রাখুন।

৪. বাইরে গেলেই মাস্ক ব্যবহার করুন।

৫. আপনার চোখ, নাক বা মুখ স্পর্শ করবেন না।

৬. আপনি অসুস্থ বোধ করলে বাড়িতেই থাকুন।

৭. শীঘ্রই করোনা ভাইরাসের ভ্যাকসিন/ টিকা গ্রহণ করুন।


বর্তমান সরকার করোনা ভাইরাস মোকাবেলায় ফ্রিতে ভ্যাকসিন প্রদান শুরু করেছেন। আপনারা যারা ভ্যাকসিন নেয়ার যোগ্য তারা www. shurokkha.gov.bd তে গিয়ে নিবন্ধন করুন। ভ্যাকসিন নিন ঝুঁকিমুক্ত থাকুন। আর যারা ভ্যাকসিন নিয়েছেন তারা সবসময় স্বাস্থবিধি মেনে চলুন।

ভ্যাকসিনের আবেদন কিভাবে করবেন?

১.অনলাইনে নিবন্ধন: 

প্রথমে আপনার জাতীয় পরিচয়পত্র ও সঠিক মোবাইল নম্বর যাচাইপূর্বক অনলাইনে নিবন্ধন সম্পন্ন করবেন।

২. SMS নোটিফিকেশন: 

আপনার তথ্য শেষে পর্যায়ক্রমে টিকা প্রদানের তারিখ ও কেন্দ্রের নাম আপনার ফোনে মেসেজ মারফত পেয়ে যাবেন।

৩. টিকা কেন্দ্রে টিকা গ্রহণ:

টিকাকার্ড, জাতীয় পরিচয়পত্র ও সম্মতিপত্রসহ দেখিয়ে নির্দিষ্ট তারিখে টিকা নিতে পারবেন।

যেকোন প্রয়োজনে কল করুন, ৩৩৩ অথবা ১৬২৬৩ নম্বরে।

ঘরে থাকুন, সচেতন হোন, সুস্থ থাকুন।

Tuesday, July 20, 2021

বন্ধু তুমি কেমন আছো_কবিতা

 বন্ধু তুমি কেমন আছো


              আশিস নিও বন্ধু তুমি

                               কেমন আছ আজ?

    আমার কথা ভাবছ তুমি
                     ফেলে হাতের কাজ।
    বন্ধু আমি ভালো আছি
                      করছি লেখাপড়া।
    দুঃখের মাঝে জন্ম বলেই
                       দুঃখে জীবন গড়া।
    তোমার দেখা পাইলে আমি
                       সপ্তাহে একবার।
    খুশির চোটে মন নেচে কয়
                        দুঃখ নাই তো আর।
     স্মৃতি আমি দুঃখ ভুলি 
                        তোমায় কাছে পেলে।
     এমন বন্ধু বলো তুমি
                        কয়জনার‌ই মেলে।
     এখনও কি বন্ধু তুমি 
                         আমার কথা ভাবো?
     ঘুমের ঘোরে স্বপ্ন দেখে 
                         হঠাৎ করে জাগো।
     ভালো আছি বন্ধু আমি 
                         বাড়ির সবাই ভালো।
    তবু কেন স্বপ্ন দেখে 
                         চোখের পানি ফেলো।




                          রচনাকাল: ২০ ফেব্রুয়ারি ২০১৩

                                                 


করোনা থেকে নিজে বাঁচুন, অন্যকে বাঁচান

করোনা থেকে নিজে বাঁচুন, অন্যকে বাঁচান


দ্রুত সংক্রমণশীল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশের অনেক মানুষ পরপারে পাড়ি জমিয়েছেন আবার অনেকে মৃত্যু সজ্জায়। করোনা নিয়ে আতঙ্ক নয়, আসুন সচেতন হ‌ই। তাহলে এবার আসুন করোনা ভাইরাস সম্পর্কে কিছু তথ্য জেনে নেই।


এই ভাইরাস কিভাবে ছড়ায়?

১. আক্রান্ত কারো সাথে নিবিড় সংস্পর্শে আসলে।

২. সংক্রমিত স্থান বা বস্তু ছুঁলে বা তার সংস্পর্শে এলে।

৩. আক্রান্ত ব্যক্তির কফ বা হাঁচি-কাশি থেকে।


করোনা ভাইরাস আক্রান্ত রোগীর লক্ষণ: 

* শ্বাস নিতে কষ্ট হওয়া।

* জ্বর এবং শুকানো কাশি হ‌ওয়া।

* অরগ্যান ফেইলিওর বা দেহের বিভিন্ন প্রত্যঙ্গ বিকল হয়ে যাওয়া।

* আরো হতে পারে নিউমোনিয়া।

* শরীরের পেশীতে ব্যথা, গলা ব্যথা, স্বাদ ও গন্ধের অনুভূতি না থাকা, শ্বাসকষ্ট, কখনো পেট খারাপ ও বমি বা বমি বমি ভাব ইত্যাদি।

উক্ত লক্ষণগুলো কারো মধ্যে একসাথে দেখা দিলে দ্রুত করোনা পরীক্ষা করান। মনে রাখবেন, দ্রুত রোগ শনাক্তকরণের মাধ্যমে আপনি খুব শীঘ্রই সুচিকিৎসা নেয়ার সুযোগ পাবেন। এতে করে আপনার মৃত্যু ঝুঁকি কমে যাবে। তাই ভয় না পেয়ে লক্ষণ প্রকাশ পাওয়া মাত্রই করোনা পরীক্ষা করান।


আক্রান্ত ব্যক্তির করণীয়: 

১. আলাদা ঘরে অবস্থান করতে হবে।

২. নমুনা পরীক্ষা করাতে হবে।

৩. গরম পানির গার্গল ও ভাপ দিতে হবে।

৪. পুষ্টিকর খাবার খেতে হবে।

৫. নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিন।

৬. শরীরে অক্সিজেনের মাত্রা খেয়াল রাখুন।

৭. মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে হবে।


ভাইরাসের প্রতিরোধে করণীয়?

১. সচেতন হোন, অবহেলা দূর করুন।

২. সাবান এবং জল, বা অ্যালকোহল দিয়ে হাত ঘন ঘন পরিষ্কার করুন।

৩. সামাজিক দূরত্ব বজায় রাখুন।

৪. বাইরে গেলেই মাস্ক ব্যবহার করুন।

৫. আপনার চোখ, নাক বা মুখ স্পর্শ করবেন না।

৬. আপনি অসুস্থ বোধ করলে বাড়িতেই থাকুন।

৭. শীঘ্রই করোনা ভাইরাসের ভ্যাকসিন/ টিকা গ্রহণ করুন।

বর্তমান সরকার করোনা ভাইরাস মোকাবেলায় ফ্রিতে ভ্যাকসিন প্রদান শুরু করেছেন। আপনারা যারা ভ্যাকসিন নেয়ার যোগ্য তারা www. shurokkha.gov.bd তে গিয়ে নিবন্ধন করুন। ভ্যাকসিন নিন ঝুঁকিমুক্ত থাকুন। আর যারা ভ্যাকসিন নিয়েছেন তারা সবসময় স্বাস্থবিধি মেনে চলুন।


ভ্যাকসিনের আবেদন কিভাবে করবেন?

১.অনলাইনে নিবন্ধন: 

প্রথমে আপনার জাতীয় পরিচয়পত্র ও সঠিক মোবাইল নম্বর যাচাইপূর্বক অনলাইনে নিবন্ধন সম্পন্ন করবেন।

২. SMS নোটিফিকেশন: 

আপনার তথ্য শেষে পর্যায়ক্রমে টিকা প্রদানের তারিখ ও কেন্দ্রের নাম আপনার ফোনে মেসেজ মারফত পেয়ে যাবেন।

৩. টিকা কেন্দ্রে টিকা গ্রহণ:

টিকাকার্ড, জাতীয় পরিচয়পত্র ও সম্মতিপত্রসহ দেখিয়ে নির্দিষ্ট তারিখে টিকা নিতে পারবেন।


এছাড়া যেকোন প্রয়োজনে কল করুন, ৩৩৩ অথবা ১৬২৬৩ নম্বরে।

Monday, July 19, 2021

Gallery-1

Gallery-1: 




কৃষ্ণচূড়া ফুল
Krishnachura

Krishnachura: 

The scientific name is Delonix regia. This picture was captured from the backside of Fazlul Haque Hall, Bangladesh Agricultural University Mymensingh-2202.



Natural Scenery:

This picture was captured from the front side of the Fazlul Haque Hall, Bangladesh Agricultural University, Mymensingh-2202.






Natural Scenery:

Captured from the Modhupur area, Tarakanda, Mymensingh. Water hyacinth grows on the cannel and bamboo bridge over there.




Cloudy sky
Heavy cloud:

Captured from FHH, BAU, Mymensingh-2202.








Hard working life
Day Labors:
Needy people are working for feeding their families. They sacrifice their energy, time, happiness, etc for the happiness of others. We should respect them at every moment.



Mason
Mason:

They are repairing old buildings. Captured from FHH, BAU, Mymensingh-2202.







Rainy moment
Raining: 

Sun shining, cloud running, rains falling. What charming sceneries is! Captured from FHH, BAU, Mymensingh-2202.





Basil Tree: 

Ants collect their food from basil flowers. Captured from FHH, BAU Mymensingh-2202.






Madagascar Flower:
Scientific name is Catharanthus roseus,
commonly known as bright eyes, Cape periwinkle, graveyard plant, Madagascar periwinkle, old maid, pink periwinkle, rose periwinkle.



Madagascar Periwinkle:

It is a medicinal plant in the family Apocynaceae. It is a source of the drugs vincristine and vinblastine, used to treat cancer.



Astro Photography:

This is the picture of the moon that was captured on Moonlit night.







Moon:

Captured at Moonlit night at FHH, BAU.










Teachers Students Center, BAU:

It was captured from TSC, BAU with the night vision mode of realme 8.







Queue at MMCH: 

This picture was captured from Mymensingh Medical College Hospital, Mymensingh during the COVID-19 vaccination.




 Madagascar Flower

 Captured from the same place, same tree.









Cloudy Sky: 

This is the scenery of my village. The sky was cloudy and quiet.







Sun Set:

This picture was captured from Hironnabari, Sarishabari, Jamalpur.






Sunset: 

Captured from the same place.










Sun Set: 

The same moment was captured from a different angle from the same place.








Sun Set:

The red sky during sunset










Captured from the roadside of my village, Hironnabari, Sarishabari, Jamalpur.






DragonFly:

DragonFly was resting on the stem of weeds.








Sun Rays:

This picture was captured from the roadside of my locality during sunset.






Moss:

Peat moss grew on the bricks at the roadside.







Moss:

Captured via the macro lens








Natural Scenery
Water Hyacinth:
Water Hyacinth grows on stagnant water. It's a low-lying area in Sarisabari Upazila, Jamalpur.



Amazing Sky
Sundown:

Sky shows amazing multicolored and reflection on the water. 
Captured from the village area at Sarishabari, Jamalpur.



Football:

Villagers arranged a football tournament. A lot of people of various ages were attended to enjoy the game.



Electric Light
Light splashing

Two electric light spread their luster over the weaving pond water.






Pond Water
Rain Water flowed the area:

Poor people are suffering from the over rainwater. It makes over the erosion of house land.
 



Amazing clouds














Afternoon view















Van Moving on Dusk
















Sparrow at dusk














Village view

















Free Land Sceneries
















Water Droplets















Colocasia esculenta
















Splash water














Colocasia escalate















Land of Colocasia














Sun Light at Noon















Sunlight Spectrum















Star at Daylight















Rail Lines















White & Blue















Afternoon View















Rail lines















Broken Egg















Sodium Light
















Flower
















Flower















Flower















Flower














Flower















Flower















Flower















Flower















Flower















Flower















Flower















Flower















Natural Scenery





Ferdous Hasan Mithun

How Will You Isolate and Characterise Salmonella spp. from Beef?

Isolation and Molecular Characterization of Salmonella spp. from Beef. Author:  Ferdous Hasan Mithun* Introduction: Innumberable foodborne z...