বন্ধু তুমি কেমন আছো
আশিস নিও বন্ধু তুমি
কেমন আছ আজ?
আমার কথা ভাবছ তুমি
ফেলে হাতের কাজ।
বন্ধু আমি ভালো আছি
করছি লেখাপড়া।
দুঃখের মাঝে জন্ম বলেই
দুঃখে জীবন গড়া।
তোমার দেখা পাইলে আমি
সপ্তাহে একবার।
খুশির চোটে মন নেচে কয়
দুঃখ নাই তো আর।
স্মৃতি আমি দুঃখ ভুলি
তোমায় কাছে পেলে।
এমন বন্ধু বলো তুমি
কয়জনারই মেলে।
এখনও কি বন্ধু তুমি
আমার কথা ভাবো?
ঘুমের ঘোরে স্বপ্ন দেখে
হঠাৎ করে জাগো।
ভালো আছি বন্ধু আমি
বাড়ির সবাই ভালো।
তবু কেন স্বপ্ন দেখে
চোখের পানি ফেলো।
রচনাকাল: ২০ ফেব্রুয়ারি ২০১৩
No comments:
Post a Comment
Never share any links or personal information. Keep your privacy strong.