Tuesday, July 20, 2021

করোনা থেকে নিজে বাঁচুন, অন্যকে বাঁচান

করোনা থেকে নিজে বাঁচুন, অন্যকে বাঁচান


দ্রুত সংক্রমণশীল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশের অনেক মানুষ পরপারে পাড়ি জমিয়েছেন আবার অনেকে মৃত্যু সজ্জায়। করোনা নিয়ে আতঙ্ক নয়, আসুন সচেতন হ‌ই। তাহলে এবার আসুন করোনা ভাইরাস সম্পর্কে কিছু তথ্য জেনে নেই।


এই ভাইরাস কিভাবে ছড়ায়?

১. আক্রান্ত কারো সাথে নিবিড় সংস্পর্শে আসলে।

২. সংক্রমিত স্থান বা বস্তু ছুঁলে বা তার সংস্পর্শে এলে।

৩. আক্রান্ত ব্যক্তির কফ বা হাঁচি-কাশি থেকে।


করোনা ভাইরাস আক্রান্ত রোগীর লক্ষণ: 

* শ্বাস নিতে কষ্ট হওয়া।

* জ্বর এবং শুকানো কাশি হ‌ওয়া।

* অরগ্যান ফেইলিওর বা দেহের বিভিন্ন প্রত্যঙ্গ বিকল হয়ে যাওয়া।

* আরো হতে পারে নিউমোনিয়া।

* শরীরের পেশীতে ব্যথা, গলা ব্যথা, স্বাদ ও গন্ধের অনুভূতি না থাকা, শ্বাসকষ্ট, কখনো পেট খারাপ ও বমি বা বমি বমি ভাব ইত্যাদি।

উক্ত লক্ষণগুলো কারো মধ্যে একসাথে দেখা দিলে দ্রুত করোনা পরীক্ষা করান। মনে রাখবেন, দ্রুত রোগ শনাক্তকরণের মাধ্যমে আপনি খুব শীঘ্রই সুচিকিৎসা নেয়ার সুযোগ পাবেন। এতে করে আপনার মৃত্যু ঝুঁকি কমে যাবে। তাই ভয় না পেয়ে লক্ষণ প্রকাশ পাওয়া মাত্রই করোনা পরীক্ষা করান।


আক্রান্ত ব্যক্তির করণীয়: 

১. আলাদা ঘরে অবস্থান করতে হবে।

২. নমুনা পরীক্ষা করাতে হবে।

৩. গরম পানির গার্গল ও ভাপ দিতে হবে।

৪. পুষ্টিকর খাবার খেতে হবে।

৫. নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিন।

৬. শরীরে অক্সিজেনের মাত্রা খেয়াল রাখুন।

৭. মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে হবে।


ভাইরাসের প্রতিরোধে করণীয়?

১. সচেতন হোন, অবহেলা দূর করুন।

২. সাবান এবং জল, বা অ্যালকোহল দিয়ে হাত ঘন ঘন পরিষ্কার করুন।

৩. সামাজিক দূরত্ব বজায় রাখুন।

৪. বাইরে গেলেই মাস্ক ব্যবহার করুন।

৫. আপনার চোখ, নাক বা মুখ স্পর্শ করবেন না।

৬. আপনি অসুস্থ বোধ করলে বাড়িতেই থাকুন।

৭. শীঘ্রই করোনা ভাইরাসের ভ্যাকসিন/ টিকা গ্রহণ করুন।

বর্তমান সরকার করোনা ভাইরাস মোকাবেলায় ফ্রিতে ভ্যাকসিন প্রদান শুরু করেছেন। আপনারা যারা ভ্যাকসিন নেয়ার যোগ্য তারা www. shurokkha.gov.bd তে গিয়ে নিবন্ধন করুন। ভ্যাকসিন নিন ঝুঁকিমুক্ত থাকুন। আর যারা ভ্যাকসিন নিয়েছেন তারা সবসময় স্বাস্থবিধি মেনে চলুন।


ভ্যাকসিনের আবেদন কিভাবে করবেন?

১.অনলাইনে নিবন্ধন: 

প্রথমে আপনার জাতীয় পরিচয়পত্র ও সঠিক মোবাইল নম্বর যাচাইপূর্বক অনলাইনে নিবন্ধন সম্পন্ন করবেন।

২. SMS নোটিফিকেশন: 

আপনার তথ্য শেষে পর্যায়ক্রমে টিকা প্রদানের তারিখ ও কেন্দ্রের নাম আপনার ফোনে মেসেজ মারফত পেয়ে যাবেন।

৩. টিকা কেন্দ্রে টিকা গ্রহণ:

টিকাকার্ড, জাতীয় পরিচয়পত্র ও সম্মতিপত্রসহ দেখিয়ে নির্দিষ্ট তারিখে টিকা নিতে পারবেন।


এছাড়া যেকোন প্রয়োজনে কল করুন, ৩৩৩ অথবা ১৬২৬৩ নম্বরে।

No comments:

Post a Comment

Never share any links or personal information. Keep your privacy strong.

Ferdous Hasan Mithun

How Will You Isolate and Characterise Salmonella spp. from Beef?

Isolation and Molecular Characterization of Salmonella spp. from Beef. Author:  Ferdous Hasan Mithun* Introduction: Innumberable foodborne z...