ফ্যামিলি
ওষা কড়া নাড়া দিত দুয়োরে
মা নাড়িত কানে।
ওঠ ওঠ বলি বেলা যে বেশ হলো
অন্ন পুরবি বলে।
স্বপ্ন আলস্য সকলি ছিল মনে
মধুর বানীগুলো তাই ঢুকিত না অন্তকর্ণে।
খানিক পরে ওঠিস নি তবুও!!
দাঁড়া আনছি ডেকে ওকে
দাদার নামে প্রস্থান মাত্রই,
দিতাম ওঠে উঁকি।
ঢু মেরেই উধাও হতাম
উদয় হতো রাস্তায়।
এসেই অন্ন গলদকরন হতো শারা।
মায়ের বকুনি দাদার শাসন
সকলি লাগিত ভালো,
সকলি লাগিত ভালো,
তবু কেন জানি আঁড়ালে থাকিতে হতো।
বাবা যে শান্ত,কবু বলিত না কিছু
মন চাহিত তবু চলিতাম পিছু পিছু।
ভাতিজির মুখে চাচ্চু চাচ্চু মধুুুর ধ্বনি
যাহাতে আন্দোলিত মনোপ্রান।
স্বল্প বাক্য চলিত ভাবির সহিত
কেন জানি সম্পর্কে একটু ফাড়াক।
দূরালাপনে মা বলিত নীড়ে ফিরবি আয়,
"না" শনেই কাঁদো কাঁদো স্বর,ভালো থাকিস।
সন্তর্পনে অশ্রু আসিত মোরও
ফরিয়াদ শুধু ওনার প্রতি,
তারা ভালো থাকুক,,,ভালো থাকুক।
ফ্যামিলির সকলে ভালো থাকুক।।।
রচনাকাল
1 August 2018.
Never thought, someday you will write something like this!!!! It's really really great man.......
ReplyDeleteKeep me in your prayers, my dear friend😍
Delete