Book Review: (10)
# আরেক ফাল্গুন
___জহির রায়হান
এটি ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস।
#চরিত্র:
১.আসাদ ২.মালতি ৩.সালমা ও তার স্বামী ৪.রওশন (রাজশাহী জেলে বন্দি) ৫.মমিন ৬.কবি রসুল (কালো কাপড় সেলাই) ৭. ডলি ৮.লেখক বজলে হোসেন ৯.নীলা ১০. বেনু ১১.সবুর ১২.রাহাত ১৩.মাহমুদ ১৪.শাহানা ১৫.মাহের(আঠা লাগানো) ১৬.ওসমান ১৭.রশিদ চৌধুরী (ঘুমাচ্ছিল) ১৮.রাজ্জাক সাহেব (রাজমিস্ত্রি) ১৯.জাহানারা ২০. বিলকিস ২১.শাহেদ ২২.পুলিশ কিউ খান
## সালমান কাছে মালতি চাঁদার টাকা নিতে এসেছে । আসাদ সালমাকে কালোব্যাজ দিতে এসেছে । রাতে তার বাসায় সাহেদের সাথে ছিল সে। বরকতের মৃত্যুতে সবাই শোকাহত। শোক পালন করে কালো ব্যাজ ধারণ করে। কিন্তু তা পড়া নিষেধ দেখে নীলা ও বেনু কালো শাড়ি পড়েছে । আন্দোলনের নেতৃত্বে মমিন । সালমার স্বামী রাজশাহী জেলে বন্দী । মাঝে মাঝে তার চিঠি আসে। আসাদ হয়তো তাকে পছন্দ করে ফেলেছে এই কয়দিনে। মুমিনের বাসায় রাতে পুলিশ সার্চ করে কিন্তু সে বাইরে থাকায় বেঁচে যায় । মমিনকে ডলি হয়ত ভালোবাসতো কিন্তু কিভাবে যে সে লেখক বজলের সাথে এন্গেজড হয়ে গেল সেও বুঝিতে পারে না । বজলে ডলির কাছ থেকে সর্বস্বই পেয়েছে । বজলে নিরপেক্ষ মানুষ। সে মমিন এর রাজনৈতিক আদর্শকে ঘৃণা করে । মাহমুদ, শাহানা এক সাথেই থাকত। একদিন প্রণয়ী শাহানা তাকে ফেলে চলে যায় । একদিন বজলে কেউ প্রণয়ে আমন্ত্রণ জানায় । ২১ শে ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গ করলে শহীদ হয় রফিক ,জব্বার, বরকত । বরকতের উরুতে গুলি লাগলে রক্তক্ষরণে মারা যায়। তাদের স্মরণে ঢাকা মেডিকেল কলেজের হোস্টেলের সামনে যেখানে রফিক শহীদ হয় (প্রথম শহীদ) সেখানে চার হাজার ইট দিয়ে মিস্ত্রী রাজ্জাক সাহেবকে দিয়ে তৈরি করে শহীদ মিনার। শহীদদের স্মরণে রোজা রেখেছে তারা অনেকই ।কেউ কেউ বড় কর্তাদের তথ্য দিয়ে সাহায্য করছিল এমনই একজন মাহমুদ। সবুর ও টাকার লোভে গোপনে রিপোর্ট দিয়ে যায়। মিলিটারি এসে শহীদ মিনার গুঁড়িয়ে দিলে কালো কাপড় দিয়ে ছাত্ররা জায়গাটা ঘিরে দেয় । বেধিতে ফুলের মালা অর্পণ করে। চামেলি হল, ফজলুল হক হল ,মেডিকেল হল, মুসলিম হল, ইডেন হোস্টেল , বান্ধব কুটিরে আন্দোলনের গমগম রব উঠেছে ও কালো পতাকা উত্তোলন করেছে । কিউ খানের নেতৃত্বে পুলিশ লাঠিচার্জ ও গ্রেপ্তার শুরু করছে । একে একে সবাই গ্রেপ্তার হয়। তবু তাদের কন্ঠে ধ্বনিত হচ্ছে ,"শহীদদের খুন ভুলবো না,বরকতের খুন ভুলবো না ।"
©Mithun
No comments:
Post a Comment
Never share any links or personal information. Keep your privacy strong.