Sunday, August 23, 2020

হ্যামলেট ____উইলিয়াম শেক্সপিয়ার

 #BookSummery: (24)


#হ্যামলেট

____উইলিয়াম শেক্সপিয়ার


#বিয়োগান্ত_নাটক


#চরিত্র:


১.রাজা হ্যামলেট: ডেনমার্কের রাজা।

২.গ্রাট্রুড: রানী। হ্যামলেটের মা।

২.ক্লডিয়াস: হ্যামলেটের চাচা

৩.প্রিন্স হ্যামলেট: রাজ্যের একমাত্র‌ উত্তরাধিকারী। (প্রোটাগনিস্ট)

৪.হোরাশিও: হ্যামলেটের বিশ্বস্ত বন্ধু।

৫.পোলোনিয়াস: মুখ্যসচীব।

৬.ওফেলিয়া: পোলোনিয়াসের কন্যা। হ্যামলেটের প্রেমিকা।

৭.লেয়ার্টিস: ওফেলিয়ার ভাই।

৮.ফোর্টিনব্রাজ: নর‌ওয়ের যুবরাজ।


#কাহিনী_সংক্ষেপ:

এলসিনো দূর্গের পাহারাদার ও হোরাশিও একটি অস্ত্রসস্ত্র সজ্জিত এক প্রেতাত্মা দেখতে পায়। প্রেতাত্মাটি একমাস আগে মৃত রাজা হ্যামলেটের। নর‌ওয়ের যুবরাজ হ্যামলেটের সাথে যুদ্ধে হেরে যায়। রাজা হ্যামলেটের মৃত্যুতে  রাজ্য অরক্ষিত ভেবে আক্রমণের প্রস্তুতি নিতে থাকে। ক্লডিয়াস তা প্রতিহত করতে অস্ত্র তৈরি করতে থাকে। হোরাশি‌ওর কথায় হ্যামলেট এসে ফের প্রেতাত্মার দেখা পায়। প্রেতাত্মা বলে তার মৃত্যুর প্রতিশোধ নিতে। বাগানে শুয়ে ঘুমন্ত অবস্থায় ক্লডিয়াস তার কানের মধ্যে বিষ ঢেলে দেয়। তার ফলে তার মৃত্যু হয়। যেটা দূর্ঘটনা হিসেবে চালিয়ে দেয়া হয়েছিল। ক্লডিয়াসের রাজ্যাভিষেক হয় ও রানী গ্রাট্রুডকে বিয়ে করে। হ্যামলেট মায়ের এতদ্রুত শোকভুলে যাওয়া ভালোভাবে নিতে পারে না। হ্যামলেট নিজের প্রেমিকা, ইচ্ছা সব ত্যাগ করে এক প্রতিশোধ স্পৃহায় জ্বলতে থাকে। পাগলের ভান ধরে প্রমাণ খোঁজার জন্য। হ্যামলেটের উন্মত্ততায় রাজা,রানী উদ্বিগ্ন। কয়েকজন নাট্যদল আসে হ্যামলেটের মন ভালো করতে। এ‌ই সুযোগ কাজে লাগায় সে। প্রেতাত্মার বলা কাহিনী নাটকের সংলাপে যুক্ত করে অভিনেতাদের দিয়ে অভিনয় করায় রাজা রানীর সামনে তার আবেগের বহিঃপ্রকাশ অবলোকন করার জন্য। পরে নিশ্চিত হয়ে তার কর্তব্য ঠিক করে নেয়। রানীকে তার স্বামীর সাথে বিশ্বাসঘাতকতার জন্য ক্ষমা চাইতে বলে ও তাকে সাহায্য করার জন্য বলে। হ্যামলেট এরমধ্যে পোলোনিয়াসকে পাগলের বেশে খুন করে। ওফেলিয়া মূর্ছা যায়। রাজা হ্যামলেটকে ইংল্যান্ড পাঠিয়ে দেয়। চক্রান্ত করে দস্যুদের হাতে তুলে দেয় হত্যার জন্য। কিন্তু, সেখান থেকে বেঁচে ফিরে আসে। পিতৃ শোকে ওফেলিয়া পানিতে ডুবে আত্মহত্যা করে। পিতা ও বোনের মৃত্যুর বদলা নিতে ফ্রান্স থেকে সৈন্য সমেত উপস্থিত হয় লেয়ার্টিস। রাজার এতে হাত নেই বলে নিজে দাবি করে। রাজা চালাকি করে, পাগল হ্যামলেটের সাথে লেয়ার্টিসের তলোয়ার যুদ্ধ ঘোষণা করে। যে বিজয়ী হবে তাকে দেয়া হবে সুপেয় মদ ও এমন মুক্তো যা কোন রাজার মুকুটে ব্যবহার করা হয় নি। লেয়ার্টিসের তলোয়ারে বিষ মাখিয়ে দেয়া হলো। লড়াই শুরু হলো। হ্যামলেট মোটেই পাগল নয়। লড়াইয়ে এগিয়েই থাকল। এই আনন্দে মা, গ্রাট্রুড মদ খেয়ে ফেলল। তাতেও বিষ মিশ্রিত থাকায় সে মারা যায়। হ্যামলেট লেয়ার্টিসের কাছ থেকে তলোয়ার কেডে নিয়ে তাকে বধ করে। সেই তলোয়ার দিয়ে বেইমান রাজা ক্লডিয়াসকেও হত্যা করে।


©Mithun

No comments:

Post a Comment

Never share any links or personal information. Keep your privacy strong.

Ferdous Hasan Mithun

How Will You Isolate and Characterise Salmonella spp. from Beef?

Isolation and Molecular Characterization of Salmonella spp. from Beef. Author:  Ferdous Hasan Mithun* Introduction: Innumberable foodborne z...