Saturday, August 22, 2020

নৃশংস ___সৈয়দ মুস্তাফা সিরাজ

 #Book_Summery:(21)


#নৃশংস

সৈয়দ মুস্তাফা সিরাজ


#চরিত্র:

১.সাধু ( গোপিনাথ মুখার্জী ): ডাকাত কালু মুখোর্জীর ছেলে। মারণ নেশায় চুর।

২. বাহাদুর: কালুর শিষ্য, সাধুর গুরু।

৩. চাঁদ তারণ: বাসন ব্যবসায়ী। বাড়ি মোহনপুর।

৪. ভব মুক্তার: উকিল। ( তার বৌ-রমা, ছোট মেয়ে-শীমা)

৫. ঝুমুর: বড় মেয়ে। সাধু মেয়েটিকে ভালোবাসে।

৬.সঞ্জয়: জোয়াড়ী ব্যবসা।

৭.লতা: তার বৌ। সাধুকে ভাই বানায়।

৮.যতিন বাবু: থানার দারোগা

৯. করুণা: ছোট্ট মেয়ে।


কাহিনী সংক্ষেপ:

একটা মাফলার হলে সমস্ত পৃথিবীর মানুষকে মৃত্যু দন্ড দিয়ে দিতে পারা সাধু থাকে নিজের মতো করে। মানুষের গলায় ফাঁস লাগানোর জন্য‌ই যার জন্ম। ডাকাতের ছেলে ডাকাত‌ই হয়েছে। সামান্য কিছু বাসনের লোভে হত্যা করে মোহনপুরের বাসন‌ওয়ালা, চাঁদ তারণকে। মেরে মাঠে বালির মধ্যে পুঁতে রাখে। হত্যার কায়দাটা একটু ভিন্ন। প্রথমে টার্গেট করা, তার পর ভাব জমানো, শেষে হঠাৎ গলায় ফাঁস, চোখ আর জিহ্বা উপড়ে বেরিয়ে আসলে বুকের উপর হাঁটুর চাপ। একেবারে অব্যর্থ কায়দাটি শিখেছিল ওস্তাদ বাহাদুরের কাছ থেকে। 

ডাকাত থেকে বাসন‌ওয়ালা হয়ে যাত্রা করে মেলার উদ্দেশ্যে। পথে ভবমুক্তারের পরিবারের সাথে দেখা হয়। উকিলের দুই মেয়ের গলায় সোনার চেইন দেখে মাফলার হাতানো বেড়ে যায়। মুক্তারের বন্দুকের ভয়ে সেবার অনেক কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করে। মেলায় বাসন কম দামে বিক্রি করে ছোট খাটো একটা রাজা হয়ে যায়। মেলায় পরিচিত হয় জোয়াড়ী সঞ্জয় বোসের সাথে। লতা তাকে ভাই বানায়। সেখানেই থাকতে থাকে। কিন্তু, কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে না পেরে অল্প কিছু টাকার জন্য এক চানাচুর বিক্রেতাকে এক‌ই কায়দায় মেরে ফেলে। লতার ট্রাঙ্ক চুরি করার চেষ্টা করে অনেক বার। মেলায় উকিলের মেয়ে ঝুমুরের সাথে ভাব হয়। উপহার কেনা কাটা হয় কিন্তু দেয়া হয় না। এক রাতে গলার সেই হারটার জন্য সাধুর ভেতরে জেগে ওঠে অন্য একজন। ভালবাসার মানুষটিও ওর কাছে মূল্যহীন। কিন্তু, মারতে পারে না। কিছুদিন পর দ্বিতীয় খুন হয় মেলায়। মেলা বন্ধ হ‌ওয়ার উপক্রম। দারোগা যতিন বাবু আসামি খোঁজার দায়িত্ব নেন। সাধু , যতিনের মাফলার দিয়ে কাজ সেরে চলে যায় মেলা থেকে। সঞ্জয়রা বুঝতে পারে, তাদের ভুল। যেদিকেই যায় একটার পর একটা খুন হতেই থাকে। শেষে দেখা হয় ছোট্ট মেয়ে করুণার সাথে। মেয়েটির হাতের বালাটা দেখে সাধুর হাত আসফাস করতে থাকে। মাফলার পড়াতেও গিয়েছিল। কিন্তু পারে নাই। সাধু শেষে নিজেই ধরা দেয় পুলিশের কাছে। ফাঁসি হ‌ওয়ার আগে ঝুমুরের জন্য রেখে যায় একটি মেসেজ ও গিফ্টটা। সাধুকে কেউ ঠেকাতে পারবে না।  সে আবার ফিরে আসবে।


@Mithun

No comments:

Post a Comment

Never share any links or personal information. Keep your privacy strong.

Ferdous Hasan Mithun

How Will You Isolate and Characterise Salmonella spp. from Beef?

Isolation and Molecular Characterization of Salmonella spp. from Beef. Author:  Ferdous Hasan Mithun* Introduction: Innumberable foodborne z...