Book Summery:(19)
দ্য লাভ
___সুবর্ণ আইজ্যাক বারী
জন্ম: ৯ এপ্রিল ২০১২
বাঙালি বংশোদ্ভূত মাত্র ৪বছরের শিশু PhD স্তরের গণিত, পদার্থবিজ্ঞান , রসায়নের সমস্যা সমাধানে সক্ষম হওয়ায় প্রেসিডেন্ট বারাক ওবামার কাছ থেকে স্বীকৃতি পায়। সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক শিশুর প্রতিবাদ নিয়ে লেখা বইটি। পৃথিবীকে ধর্মীয় সাম্যের আওতায় এনে উগ্র ধর্মান্ধ, তালেবান ও আই.এস. (IS) দের বিরুদ্ধে প্রতিবাদ, হিংসাকে ভুলে থাকা ও সন্ত্রাসমুক্ত পৃথিবী গড়ার স্বপ্ন নিয়ে লেখা। প্রতিবাদে অংশ নেয় বাংলাদেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অন্যান্য দেশের জনতা।
১০ অধ্যায়ে বিভিন্ন সন্ত্রাসবাদের সংক্ষিপ্ত ঘটনার সমন্বয়ে এটি
১.#ইমামকে_আমেরিকার_জন্য_প্রার্থণা: করতে বললে সাড়া না দেয়ায় আঘাত থেকে জনক জর্জ ওয়াশিংটনের মূর্তির কাছে চিঠি লিখে।
১১ সেপ্টেম্বর ২০০১ , লাদেন কর্তৃক টুইন টাওয়ার আক্রমণ ও ধ্বংস। অনেক মানুষের প্রাণহানি।
২.#নিউইয়র্ক_বিশ্ববিদ্যালয়ে_সন্ত্রাস: ১৬ ডিসেম্বর ২০১৪; পাকিস্তান সেনাবাহিনীর স্কুলে তালেবানের হামলা, ১৩০ জন শিশু নিহত, ৫ বছরের খোলাসহ।
৩.#ওয়াশিংটনে_সন্ত্রাস: ৭ জানুয়ারি ২০১৫;
ফরাসি ব্যাঙ্গাত্মক পত্রিকা, চার্লি হেবড়ো, মোহাম্মদ (সা.) কে নিয়ে ব্যাঙ্গ করে কার্টুন, IS এর হুমকি।
৪.#আমি_সমকামীদের_ভালোবাসি:। ১২ জুন ২০১৪; লিঙ্গ সমতার পক্ষে।
৫.#ফারাজ_ও_তারিশি: ১ জুলাই ২০১৬; ঢাকার হলি আর্টিজানে রাত ৮ টায় ৭ জন জঙ্গী সন্ত্রাসী জিম্মিদের উপর নির্বীচারে গুলি চালালে, ক্যাফের প্রায় সবাই নিহত।
৬.#রোহিঙ্গাদের_বিরুদ্ধে_সন্ত্রাস: খ্রীষ্টপূর্ব ৩০০০ বছর আগে থেকে রোহিঙ্গারা মায়ানমারে বাস করে আসছে। অথচ তার এখনও নাগরিকত্ব পায় নি। দেশের সকল সুবিধা থেকে বঞ্চিত।
অং সান সুচির বিরুদ্ধে প্রতিবাদ।
৭.#দুই_ভাই : অপূর্ব এবং আইজ্যাক। আমেরিকার পতাকার প্রতি সম্মান দেখাতে গিয়ে স্কুল মিস। দেশপ্রেম।
৮.#মা_বনাম_পুত্র: ক্রিসমাস ট্রি এনে বড় দিন পালন নিয়ে মায়ের বাধা ও পরে অনুমতি।
৯.#সন্ত্রাসমুক্ত_পৃথিবী: লাদেনের হত্যার প্রতিশোধে জঙ্গি সংগঠন। মিসরীয় ক্রিসমাসের দিন গণহত্যা (২১ জন)। ইয়েমেনের ব্যস্ততম মসজিদে হামলায় ১৪০ জন নিহত।
১০.#ভূমিকা_লেখেন: ব্রঙ্কস সি কলেজের প্রেসিডেন্ট সিকেনেগ্নি।
১১.কাজী নজরুল ইসলাম ধর্ম বিরোধকে হ্রাসকল্পে তার ৪ পুত্রের নাম সব ধর্মের নাম মিশিয়ে রেখেছিলেন ( কৃষ্ণ মোহাম্মদ, অরিন্দম খালেদ, কাজী সব্যসাচী ও কাজী অনিরুদ্ধ)
পৃথিবীতে ৭.৫ বিলিয়ন লোকের মধ্যে ২.২ বিলিয়ন খ্রিষ্টান, ১.৮ বিলিয়ন মুসলিম ( ২৪% মোট জনসংখ্যার), ইহুদি ১৫ মিলিয়ন (০.২%)। অথচ এখন পর্যন্ত ৯০০ জন নোবেলজয়ীদের মধ্যে ২০৩ জনই ইহুদি (২৩%) এবং মুসলমান মাত্র ১০ জন। তাই সন্ত্রাসবাদকে ভুলে পরিবারের সাথে ভালো সম্পর্ক রাখা । গণিত ও বিজ্ঞান চর্চায় যোগ দেয়ার আহ্বান জানায়।
No comments:
Post a Comment
Never share any links or personal information. Keep your privacy strong.