Thursday, August 27, 2020

Tell me about yourself; appreciate response.

When you face a job interview or any other meeting you must have asked, "Tell me about yourself." There are many ways of responding of this question. But the basic rules are to be included three points, introduction, accomplishment and capabilities. Context may vary in different background candidates but the main points must be included.

Here is the sample:

1. Introductory part:

This is Ferdous Hasan Mithun, a veterinary student with one year of experience and I am looking for new opportunities in the field. My friends probably would say, I am articulate, trustworthy and passionate professional.

2. Accomplishment: (2-3 sentences)

First, I obtained excellent marks on my academic subjects. Additionally, I treated the sick animals for clients in Jamalpur district for one year in 2020. Finally, I received Merck Animal Health Scholarship from America for financial support on an idea solving competition in 2019. 

3. Capabilities/Skills:

I am good at basic computer knowledge specially in MS word, PowerPoint,Excel and Internet. My skills include English communicating skill at good level. I am skilled in organizing programs.



Sunday, August 23, 2020

Virus Outbreak; Curse or Blessing?

The main causal factor of COVID-19 is SARS CoV-2. It's quiet alarming for all country. The world facing a critical problem. It has been a great challenges for all the country. Financial threat, basic needs of people are in questionable. Although developed country tackling this threat, but the developing or underdeveloped country facing really great challenges.
A lot of people are suffering  from malnutrition. Many of them are ding without treatment and other facilities. 
Although corona virus has brought unlimited sufferings for all people but it has several positive effects on environment, young generation, thinking etc. 
I have tried to describe briefly about its positive and negative impacts.Read the article
 

মৃত্যুক্ষুধা ____কাজী নজরুল ইসলাম

 #Book_Summery: (25)


#মৃত্যুক্ষুধা

____কাজী নজরুল ইসলাম


প্রকাশ:১৯৯১


#চরিত্র:

১.কুঁদুলী: গজালের মা (৪ পুত্র)

২.মৃত তিন পুত্র: সোভান, বারিক, গজালে

৩.বড় বৌ, মেজ বৌ (হেলেন), ছোট বৌ

৪.পাচি: কুদুলীর মেয়ে

৫. প্যাকালে (জোসেফ): অবিবাহিত ছোট ছেলে।

৬. মধু ঘরামীর কন্যা কুর্শি: প্যাকালের প্রেমিকা

৭. আনসার: রুশ বিপ্লবের পটভূমিতে বিশ্বাসী বিপ্লবী নেতা। লতিফার বড় ভাই।

৮.রুবি: আনসারের প্রেমিকা।

৯. লতিফার: নাজিরের স্ত্রী

১০.নাজির সাহেব: সহজ সরল মানুষ।

১১.মিস জোন্স: খ্রিস্টান মিশনারি

১২. মিস্টার হামিদ: ময়মনসিংহের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। রুবির বাবা।

১৩. নুলোর মা হিড়িম্বা: ধাত্রী।

১৪.খাতুনের মা: মুসলমান

১৫. গিয়াসউদ্দিন: ছোট বৌর বোন জামাই।


#কাহিনী_সংক্ষেপণ:


কৃষ্ণনগরে মুসলমান, হিন্দু, খ্রিস্টান সকল জাতির বাস। হত দরিদ্রদের মধ্যে রাত পোহালেই অতি সাধারণ বিষয় নিয়ে জাত ছাড়া লড়াই আবার প্রয়োজনের তাগিদেই বিবাদ ভুলে আত্মার বন্ধনে আবদ্ধ হয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয় একে অন্যের প্রতি। কুদুলীর তিন বিধবা বৌ , সন্তান ক্ষুধার জ্বালায় অস্থির। খাবার নেই। ছোট বৌ অসুস্থ, সন্তান অপুষ্টিতে মুমূর্ষু। পাচির প্রসব বেদনায় একটু আগে ঝগড়া হয়ে যাওয়া হিড়িম্বা সাহায্য করতে আসে ধাত্রী হিসেবে। প্যাকালে রাজমিস্ত্রীর কাজ করলেও ফিটফাট থাকে কাউকে আকৃষ্ট করতে। কুর্শির সাথে ভাব জমেছে। খাদ্যাভাব ও চিকিৎসার অভাবে ছোট বৌ ও তার কুলের সন্তান মারা যায়। মেজ বৌ বাকি সন্তানদের জন্য সাহেব বাড়ি থেকে কৃপায় পাওয়া পানি মিশ্রিত বিড়ালে খেয়ে যাওয়া দুধ দিয়ে পায়েশ রান্না করে। ছোট বৌয়ের রূপে পাগল গায়ের যুবকরা। বোনাই গিয়াসউদ্দিন আরো বেশি পাগল। প্যাকালের মা প্যাকালের বিয়ে মেজ বৌয়ের সাথে দিতে চাইলে প্যাকালে রানাঘাট চলে যায় না জানিয়ে। পরিবারের কষ্ট আরও বেড়ে যায়। সন্তানদের ক্ষুধা নিবারণ করতে খ্রিস্টান মিশনারিতে শিক্ষার ছলে যাতায়াত করতে থাকে। সাম্প্রদায়িকতার কবলে অপবাদে বাধ্য হয়ে খ্রিস্টান হয়ে ছোট বৌ থেকে হেলেন হয়ে যায়। গজালের মা তাদের অভিশাপ দিতে থাকে। নাজির সাহেবের বাড়িতে বিপ্লবী নেতা আনসার এসে উপস্থিত। সুখ দুঃখের ভাগাভাগি ভাবের আদান-প্রদান সব‌ই হয়। শক্ত মনের এই দরিদ্র মজুরের জন্য খেটে খাওয়া মানুষটির নারীর প্রতি কোন আকর্ষন নেই। তা সত্ত্বেও মেজ বৌয়ের রূপ তার মনেও মৃদু ভূমিকম্প তুলেছিল। মেজ বৌ প্রেমে পড়ে যায় সুপুরুষটির। পুনঃধর্মান্তরিত হ‌ওয়ার ভয়ে খ্রিস্টান মিশনারি তাকে বরিশালে পাঠিয়ে দেয়। প্যাকালে, কুর্শিও খ্রিস্টান হয়ে চাকরি পেয়ে যায়। আনসার পুলিশ কর্তৃক সরকার বিরোধী আন্দোলনের দায়ে গ্রেফতার করা হয়। বিধবা রুবি, হামিদ কৃষ্ণনগরে আসে। বান্ধবী লতিফার সাথে প্রেমানুভূতি, দুঃখ কষ্ট ভাগাভাগি করে। একদিন ছোট বৌ চিঠিতে জানতে পারে খোকা অসুস্থ। ছুটে যায় কৃষ্ণনগরে। খোকা মারা যায়। ছোট বৌ দুঃখ ভারাক্রান্ত হয়ে শশব্যস্ত। মিশনারিতে উপার্জিত টাকা দিয়ে খোকার চালশে করে। গ্রামের সকল শিশুদের মা ছোট বৌ। তার ইচ্ছা একটা স্কুল খুলবে সেখানে। রুবি টাকা দিতে সম্মত হয়। লতিফাকে আনসার জেল থেকে ছাড়া পাওয়ার খবর, গন্তব্য ও দুই ভালোলাগা মেয়ের কথা জানায়। আনসার টিউবার কিউলোসিসে আক্রান্ত। রুবি তাকে সেবা করতে ছুটে যায় সেখানে। ভালোবাসার জন্য নিজের কর্তব্য ঠিক করে মৃত্যকে আলিঙ্গন করে ভালোবাসার মানুষটির গলায় ঝুলে পড়ে।


#উক্তি:


* "চিরদিন বিষ খেয়ে বড় হয়েছি, আজ মৃত্যুর ক্ষণে তুমি অমৃত পরিবেশন কর। আমি মৃত্যুঞ্জয়ী হ‌ই।"__আনসার

*ঝিনুকর মুখে এক বিন্দু শিশির, নারীর বুকে এক বিন্দু প্রেম!

*মৃত্যু ক্ষুধার মত সে চাউনি জ্বালাময়, বুভুক্ষু, লেলিহান। সে চোখে অশ্রু নাই, শুধু রক্ত।

*পৃথিবীতে দুঃখ বলে কিছু নেই, ও যেন আনন্দের‌ই আরেকটা দিক।


©Mithun

হ্যামলেট ____উইলিয়াম শেক্সপিয়ার

 #BookSummery: (24)


#হ্যামলেট

____উইলিয়াম শেক্সপিয়ার


#বিয়োগান্ত_নাটক


#চরিত্র:


১.রাজা হ্যামলেট: ডেনমার্কের রাজা।

২.গ্রাট্রুড: রানী। হ্যামলেটের মা।

২.ক্লডিয়াস: হ্যামলেটের চাচা

৩.প্রিন্স হ্যামলেট: রাজ্যের একমাত্র‌ উত্তরাধিকারী। (প্রোটাগনিস্ট)

৪.হোরাশিও: হ্যামলেটের বিশ্বস্ত বন্ধু।

৫.পোলোনিয়াস: মুখ্যসচীব।

৬.ওফেলিয়া: পোলোনিয়াসের কন্যা। হ্যামলেটের প্রেমিকা।

৭.লেয়ার্টিস: ওফেলিয়ার ভাই।

৮.ফোর্টিনব্রাজ: নর‌ওয়ের যুবরাজ।


#কাহিনী_সংক্ষেপ:

এলসিনো দূর্গের পাহারাদার ও হোরাশিও একটি অস্ত্রসস্ত্র সজ্জিত এক প্রেতাত্মা দেখতে পায়। প্রেতাত্মাটি একমাস আগে মৃত রাজা হ্যামলেটের। নর‌ওয়ের যুবরাজ হ্যামলেটের সাথে যুদ্ধে হেরে যায়। রাজা হ্যামলেটের মৃত্যুতে  রাজ্য অরক্ষিত ভেবে আক্রমণের প্রস্তুতি নিতে থাকে। ক্লডিয়াস তা প্রতিহত করতে অস্ত্র তৈরি করতে থাকে। হোরাশি‌ওর কথায় হ্যামলেট এসে ফের প্রেতাত্মার দেখা পায়। প্রেতাত্মা বলে তার মৃত্যুর প্রতিশোধ নিতে। বাগানে শুয়ে ঘুমন্ত অবস্থায় ক্লডিয়াস তার কানের মধ্যে বিষ ঢেলে দেয়। তার ফলে তার মৃত্যু হয়। যেটা দূর্ঘটনা হিসেবে চালিয়ে দেয়া হয়েছিল। ক্লডিয়াসের রাজ্যাভিষেক হয় ও রানী গ্রাট্রুডকে বিয়ে করে। হ্যামলেট মায়ের এতদ্রুত শোকভুলে যাওয়া ভালোভাবে নিতে পারে না। হ্যামলেট নিজের প্রেমিকা, ইচ্ছা সব ত্যাগ করে এক প্রতিশোধ স্পৃহায় জ্বলতে থাকে। পাগলের ভান ধরে প্রমাণ খোঁজার জন্য। হ্যামলেটের উন্মত্ততায় রাজা,রানী উদ্বিগ্ন। কয়েকজন নাট্যদল আসে হ্যামলেটের মন ভালো করতে। এ‌ই সুযোগ কাজে লাগায় সে। প্রেতাত্মার বলা কাহিনী নাটকের সংলাপে যুক্ত করে অভিনেতাদের দিয়ে অভিনয় করায় রাজা রানীর সামনে তার আবেগের বহিঃপ্রকাশ অবলোকন করার জন্য। পরে নিশ্চিত হয়ে তার কর্তব্য ঠিক করে নেয়। রানীকে তার স্বামীর সাথে বিশ্বাসঘাতকতার জন্য ক্ষমা চাইতে বলে ও তাকে সাহায্য করার জন্য বলে। হ্যামলেট এরমধ্যে পোলোনিয়াসকে পাগলের বেশে খুন করে। ওফেলিয়া মূর্ছা যায়। রাজা হ্যামলেটকে ইংল্যান্ড পাঠিয়ে দেয়। চক্রান্ত করে দস্যুদের হাতে তুলে দেয় হত্যার জন্য। কিন্তু, সেখান থেকে বেঁচে ফিরে আসে। পিতৃ শোকে ওফেলিয়া পানিতে ডুবে আত্মহত্যা করে। পিতা ও বোনের মৃত্যুর বদলা নিতে ফ্রান্স থেকে সৈন্য সমেত উপস্থিত হয় লেয়ার্টিস। রাজার এতে হাত নেই বলে নিজে দাবি করে। রাজা চালাকি করে, পাগল হ্যামলেটের সাথে লেয়ার্টিসের তলোয়ার যুদ্ধ ঘোষণা করে। যে বিজয়ী হবে তাকে দেয়া হবে সুপেয় মদ ও এমন মুক্তো যা কোন রাজার মুকুটে ব্যবহার করা হয় নি। লেয়ার্টিসের তলোয়ারে বিষ মাখিয়ে দেয়া হলো। লড়াই শুরু হলো। হ্যামলেট মোটেই পাগল নয়। লড়াইয়ে এগিয়েই থাকল। এই আনন্দে মা, গ্রাট্রুড মদ খেয়ে ফেলল। তাতেও বিষ মিশ্রিত থাকায় সে মারা যায়। হ্যামলেট লেয়ার্টিসের কাছ থেকে তলোয়ার কেডে নিয়ে তাকে বধ করে। সেই তলোয়ার দিয়ে বেইমান রাজা ক্লডিয়াসকেও হত্যা করে।


©Mithun

মধ্যাহ্ন ___হুমায়ূন আহমেদ

 #Book_Summery:(23)


#মধ্যাহ্ন

___হুমায়ূন আহমেদ


#জনপ্রিয়_ঔপন্যাসিক_হুমায়ূন_আহমেদের_স্মরণে।


## দুই খন্ডের অত্যন্ত জনপ্রিয় উপন্যাস। ১৯০৫ সালের বঙ্গভঙ্গ থেকে শুরু করে হিন্দু মুসলিম দাঙ্গার মধ্য দিয়ে ১৯৪৭ সালের ভারতবর্ষ ভাগ পর্যন্ত অনেক অজানা বিষয়‌ই তুলে এনেছেন। তৎকালীন সমাজের চিত্রের ধারণা পাওয়া যায়।


#চরিত্র:

১.হরিচরণ সাহা: পাটের আড়ৎ। অসাম্প্রদায়িক চরিত্রের ভালো মানুষ। ( মৃত ছোট মেয়ে শিউলি )

২.শশাঙ্ক পাল: রাজা, সোনাদিয়া, বান্ধবপুর।

৩.জহির: সুলেমান ও জুলেখার পুত্র। উপন্যাসের মূল চরিত্রে।

৪.মাওলানা ইদ্রিস: ইমাম

৫.ধনুশেখ: খান বাহাদুর : মেয়ের নাম আতর।

৬.জীবন লাল চক্রবর্তী (মফিজ):বিপ্লবী

৭.শশী মাস্টার: বিপ্লবী

৮.আবদুল করিম: ইমাম

৯.উকিল মুন্সী:গায়ক

১০.লাবুসের মা : তার বৌ

১১.ন্যায় রত্ন রামনিধি

১২.অম্ভিকা ভট্টাচার্য্য

১৩.হাদিস উদ্দিন

আরও অনেক পার্শ্বচরিত্র আছে।


#সংক্ষিপ্ত_কাহিনী:

বান্ধবপুর গ্রামে হিন্দু-মুসলিমের বাস। স্ত্রী-সন্তানহীন পাটের আড়ৎদার হরিচরণ, খাজনা দিতে গিয়ে দেওলিয়া হয়ে পড়া শশাঙ্ক পালের জমিদারি কিনে নেয়। বেপর্দা হয়ে পড়া জহিরের মা জুলেখাকে তালাক দিলে তার স্থান হয় রঙ্গিলা নটি বাড়ীতে। দয়াবান হরিচরণের কৃপায় ধনুশেখ লঞ্চের টিকিট কাউন্টারের চাকরি থেকে একেবারে লঞ্চের মালিক হয়ে বসে। শশাঙ্ক পাল, ধনুশেখ রঙ্গিলা বাড়ীতে যায় আয়েশ করতে। জুলেখা থেকে চান বিবি হয়ে যাওয়া মহিলাটি প্রণয়ী হয়ে উঠে। সুরেলা কন্ঠে গান গায়, আনন্দ দেয়। আল্লাহ ভীরু মাওলানা ইদ্রিস মসজিদের ইমাম থেকে ধীরে ধীরে হাফেজ হয়ে উঠে। একদিন এই ইদ্রিস ই জুলেখা কে বিয়ে করে। এক কন্যা সন্তান হলে জুলেখা তা ফেলে কলকাতা চলে যায়, গান গাইতে। উকিল মুন্সীর গান, কাজী নজরুল ইসলামের কাছে থেকে শেখা গান গেয়ে রিতিমত বিখ্যাত হয়ে যায়। ইমাম ইদ্রিস বেশ্যাকে বিয়ে করায় সমাজচ্যুত হয়। নতুন ইমাম আ.করিম। হরিচরণ মুসলমান সন্তানকে কুলে নেয়া জাত গেলে ন্যায় রত্ন রামনিধিকে সমাজচ্যুত করে। অনেক দান, মানুষের মঙ্গল করে হরিচরণ সাধু পুরুষ হয়ে মারা যায়। তার সমস্ত জমিদারী লিখে দিয়ে যায় পুত্র হিসেবে স্বীকার করা লাবুস/জহিরকে। জহির তা জনকল্যাণে ব্যয় করে। দেশে দুর্ভিক্ষ দেখা দিলে লঙ্গরখানা দেয়। তাতে হিন্দু মুসলিম একসাথে বসে খাবার খায়। দুই বিপ্লবী, শশী মাস্টার ও জীবনলাল, বান্ধবপুরে এসে আত্মগোপন করে। ধনুশেখ শশী মাস্টারকে ধরিয়ে দেয়ার চেষ্টায় ইংরেজদের কাছে থেকে খান সাহেব ও পরে খান বাহাদুর টাইটেল পায়। হিন্দু বিদ্বেষী ধনুশেখ হিন্দুদের শাস্তি দেয়। মুসলিম বিদ্বেষী অম্ভিকা ভট্টাচার্য্য মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। পায়ে পচন ধরলে পা কাটা ধনুশেখ হয়ে পড়ে। পালকি দিয়ে চলতে হয়। ইদ্রিসকে সমাজচ্যুত করায় লাবুস ইমাম করিমের লুঙ্গি খুলে নেয়। এই অপরাধের শাস্তি দিতে বৌয়ের ১০০ টাকা চুরি করে ভাড়াটে গুন্ডা দিয়ে খুন করাতে চায়। ফাঁস হয়ে গেলে বৌকে তালাক দিলে এক ঠেঙ্গা ধনুশেখ হিল্লাবিয়ে করে, শরিফাকে। তা থেকে পালিয়ে গেলে মাঝিদের খপ্পরে সম্ভ্রম হারিয়ে তার‌ও স্থান হয় রঙ্গিলা বাড়ীতে। করিম পাগল হয়ে যায়। শেষে তারা একসাথে দূরে চলে যায়, আতরের শ্বশুর বাড়িতে। সেখানেই তারা বাকি জীবন কাটায়। দেশ বিভাগের সময় বান্ধবপুর হিন্দুদের মধ্যে পড়ে। এসময় বহু মুসলমান প্রাণ হারায়।


#ইতিহাস_সম্পর্কিত:


*বিশাল ভারতবর্ষ পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। তাই ডিস্ট্রিক্ট মেজিস্ট্রেট খাজা সলিমুল্লাহ প্রস্তাব পাঠায় বঙ্গভঙ্গের। ১৯০৫ সালে তা কার্যকর। হিন্দুরা তা মেনে নিতে পারছিল না। ঢাকা রাজধানী ও ১৯১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে হিন্দুরা এর বিরোধিতা করে। এর মধ্যে রবীন্দ্রনাথ‌ও ছিলেন। আন্দোলনের মুখে বঙ্গভঙ্গ রদ হলে রবীন্দ্রনাথ ঠাকুর সেই খুশিতে রাখিবন্ধন অনুষ্ঠান করেন। প্রতিষ্ঠা করেন "শান্তি নিকেতন"। তাতে যোগ দেন শৈলজারঞ্জন।

*মুক্তাগাছার জমিদার: শশীকান্ত আচার্য। শশী লজ প্রতিষ্ঠা করেন।

*গৌরিপুরের মহারাজ: ব্রজেন্দ্র রায় চৌধুরী

*কেন্দুয়ার আটারি বাড়ির জমিদার- প্রমোদ রায় চৌধুরী

*রুশ বিপ্লবের পূর্বে জারতন্ত্রের বিরুদ্ধে  "মা" উপন্যাসটি লেখা শুরু করেন ম্যাক্সিম গোর্কি।

*নেতাজী সুভাষ চন্দ্র বোস: ইংরেজদের বিরুদ্ধে বিপ্লবের ডাক দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের অনেক সেনা হিটলার বন্দী করে। নেতাজী তাকে প্রস্তাব দেয়, যদি সে সৈন্যদের ছেড়ে দেয় তাহলে সে তাদের একত্রিত করে ইংরেজদের বিরুদ্ধে লড়বে। হিটলার নেতাজীর উদ্দেশ্যের সাথে মিল থাকায় তাকে সাহায্য করতে রাজি হয়।

*মোহনসিং: যুদ্ধের সময় জাপানের হাতে বন্দী ছিল ৪৫০০০ ভারতীয় সেনা। মোহনসিংও এক‌ই প্রস্তাব দিলে জাপান তাদের মুক্তি দেয়। মোহনসিং তাদের নিয়ে গঠন করে আজাদ হিন্দ বাহিনী।

*জার্মান সেনারা রুশদের নাস্তানাবুদ করে ছেড়েছে। লেনিনগ্রাদ অবরুদ্ধ। বুভুক্ষু, বিদ্যুৎ নেই, শিশু খাদ্য শেষ। সপ্তাহে প্রতি শিশুর জন্য ছয় গ্রাম চিনি বরাদ্দ রাখা হয়েছিল। এমন সময় ইয়ান র নামে এক জিপসী হিটলারকে ভবিষ্যৎবানী শুনায়, জার্মান বাহিনীর উপর বরফ পড়ছে। তারা পরাজিত হবে।

৬ নভেম্বর ১৯৪২, লাগোদা হ্রদ তোষারপাতে জমে শক্ত হয়। ২৭ দিনে জাভেরী থেকে ২০০ মাইল রাস্তা বানানো হয়। ৬ ডিসেম্বর রুশরা জার্মানদের হাত থেকে তিখধিন রেলস্টেশন দখল করে নেয়। জার্মানদের প্রথম পরাজয় শুরু হয়।

*হিটলার তার বাহিনীকে এমনভাবে তৈরি করেছিলেন যারা যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করতে পারে না। মৃত্যু হলেও আত্মসমর্পণ করবে না। কিন্তু, শেষের দিকে এর ব্যতীক্রম হয়েছিল। মিত্র বাহিনী স্ট্যালিন গ্রাদ অবরুদ্ধ করে ফেলেছে। ফিল্ডমার্শাল পাউলাস ৯১০০০ সৈন্য নিয়ে আত্মসমর্পণ করে বসে।

* হিটলার ইহুদি বিদ্বেষী ছিলেন। উগ্রবাদী এই শাসক দেশ প্রেমের এক জলন্ত দৃষ্টান্ত। তার বান্ধবী ইভা ব্রাউন একজন ইহুদী। পরাজয়ের শেষ দিন, ইভা ব্রাউনকে বিয়ে করেন। শুধুমাত্র এই জন্য যে, কেউ যেন না বলতে পারে ইভা কে তার পরিচারিকা/রক্ষীতা  বলে অপবাদ দিতে না পারে। বিয়ের পরেই আত্মহত্যা করে।

*আইনস্টাইন ই পারমানবিক শক্তির ভয়াবহতা সম্পর্কে প্রথম উপলব্ধি করতে পারেন।

*৬ আগস্ট ১৯৪৫: জাপানের দাপট কমাতে যুক্তরাষ্ট্রের পল টিবেটিস বৈমানিক এনোলা গে বিমান চালিয়ে নিয়ে যায়। লিটল বয়ের মারণাঘাতে তৎক্ষণাৎ ৬০০০০ নিরপরাধ  মানুষ প্রাণ হারায়। পরে সহ সর্বমোট ১৪০০০০ মারা মানুষ প্রাণ হারায়।

* কাজী নজরুল ইসলাম: রবীন্দ্রনাথের দেয়া নাম রেডিও, আকাশবাণীতে কাজ করেন। সঙ্গীত চর্চা শুরু করেন।

✓ বেনুকা , দোলনচাঁপা তার গানের দুটি রাগিনী।

✓ শেষ বয়সে বাকশক্তি হারিয়ে মারা যান। ঢাবি, মসজিদের পাশে জাতীয় কবির মর্যাদায় সমাহিত করা হয়।

*শিল্পাচার্য জয়নুল আবেদিন: দুর্ভিক্ষের সময় কলকাতার এক ডাস্টবিনের পাশে এক নারী, শিশু, দুই কাক একে বিখ্যাত হয়ে যান। তার প্রথম বিক্রিত একটা কাকের ছবি যেটা কিনা তার আঁকা ছিল না। মাওলানা ইদ্রিসের চরিত্রের রূপক মানুষটির। জয়নুল আবেদিন তাতে স্বাক্ষর করেছিলেন মাত্র।

* হিন্দু মুসলিম দাঙ্গা: বোম্বের মালাবাগ হিল, মোহাম্মদ আলী জিন্নাহ ও মহাত্মা গান্ধীর বৈঠক। গান্ধীর প্রস্তাবে জিন্নাহর অসম্মতি। খেলাফত আন্দোলন শুরু।

ক্লথ ব্যাটেনি ভারতবর্ষ ভাগের চিঠি প্রেরণ।


©Mithun

Saturday, August 22, 2020

দি মার্চেন্ট অব ভেনিস ____উইলিয়াম শেক্সপিয়ার

 #Book_Summery: (22)


দি মার্চেন্ট অব ভেনিস

____উইলিয়াম শেক্সপিয়ার


#জন্ম: (১৫৬৪-১৬১৬) স্ট্রাটফোর্ড অব এভন, ব্রিটেন।


নাটকটির কাহিনী আমাদের সকলেরই জানা। ইতালির ভেনিস শহরের বসবাসরত কয়েকজন বণিকের কাহিনী অবলম্বনে বিখ্যাত কবি নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার এটি রচনা করেছিলেন।


#চরিত্র:

১.বেসানিও: ভাগ্য যাচাই।

২. পোরসিয়া: বেলমন্ত রাজ্যের রাজকুমারী। সুন্দরী, বিচক্ষণ।

৩.এন্তেনিও: ইতালির ভেনিস শহরের বিশিষ্ট ব্যবসায়ী, উদার মনা।

৪.শায়লক: ইহুদি ব্যবসায়ী। প্রতিশোধ স্পৃহায় মোহমান।

৫. অন্যান্য ব্যবসায়ী বন্ধুরা:

> স্যালেরিও

> সোলানিও

> গ্রাসিয়ানো

> লরেঞ্জো: জেসিকার প্রেমিক।

> জেসিকা: ইহুদি শায়লকের মেয়ে।

> নেরিসা: প্রিন্সেসের পরিচারিকা।


#মূল_কাহিনী:


বেসানিও যাবে রাজকুমারীর বিয়ের পাত্র বাছাই প্রতিযোগিতায়। অনেক অর্থের প্রয়োজন। বন্ধু, এন্তেনিওর বানিজ্যিক জাহাজগুলো সমুদ্রে ভাসমান। কিন্তু, তাকে সাহায্য করতেই হবে। তাই সে নিজে জামিন থেকে, অদ্ভুত শর্তে রাজি হয়ে তিন হাজার ডোকুট ধার নিয়ে বেসানিওকে দেয়। শর্তানুযায়ী, যদি সঠিক সময়ের মধ্যে টাকা ফেরত না দিতে পারে তাহলে তার শরীর থেকে এক পাউন্ড মাংস কেটে নিয়ে পূর্ব শত্রুতার প্রতিশোধ নিবে,শায়লক। বেলমন্তে, রাজ্যে প্রতিযোগিতা চলছে। পোরসিয়ার বাবার কৌশল অনুযায়ী যে সোনা, রূপা ও সীসার তৈরী তিনটি বাক্স থেকে সঠিক বাক্সটি খুঁজে নিতে পারবে সেই রাজকন্যাকে বিয়ে করতে পারবে ও সমস্ত রাজ্য তার হবে। মরক্কোর প্রিন্স, বিভিন্ন রাজ্যের প্রিন্সরা এসে ব্যর্থ হয়। বেসানিও লোভকে সংবরণ করে বিচক্ষণতার পরিচয় দেয়। সে সীসার বাক্সটি খুলে পরসিয়ার ছবি পায় ও উদ্দেশ্য সফল হয়।  

এন্তেনিওর সব জাহাজ ডুবে যাওয়ায় সঠিক সময়ে দেনা পরিশোধ না করতে পেরে মহাবিপদে পড়ে। চুক্তি অনুযায়ী শায়লক মাংস কাটবেই। ডিউকের উপস্থিতিতে বিচার শুরু হলো। কোন অনুনয় কিংবা দ্বিগুণ অর্থ পরিশোধ করার প্রতিশ্রুতিতেও তাকে টলানো গেল না। পরসিয়া নিজে ছদ্মবেশে আইনজীবী হয়ে উপস্থিত হয়। চুক্তি অনুযায়ী কেবল মাংস কাটতে পারবে, চুক্তিতে রক্তপাতের কথা নাই। আর সামান্য মাংস‌ও কম বা বেশি কাটা যাবে না। বাধ্য হয়ে শায়লক পিছু হটে। পরসিয়া আইনের মারপ্যাঁচ দেখিয়ে শায়লকের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে। এন্তেনিও তা না নিয়ে ইহুদীর মেয়েকে ও তার বন্ধু, লরেঞ্জোকে দিয়ে দেয়।


#বিখ্যাত_উক্তি: "পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ" (এন্তেনিওর ভাষ্যে)


©Mithun

নৃশংস ___সৈয়দ মুস্তাফা সিরাজ

 #Book_Summery:(21)


#নৃশংস

সৈয়দ মুস্তাফা সিরাজ


#চরিত্র:

১.সাধু ( গোপিনাথ মুখার্জী ): ডাকাত কালু মুখোর্জীর ছেলে। মারণ নেশায় চুর।

২. বাহাদুর: কালুর শিষ্য, সাধুর গুরু।

৩. চাঁদ তারণ: বাসন ব্যবসায়ী। বাড়ি মোহনপুর।

৪. ভব মুক্তার: উকিল। ( তার বৌ-রমা, ছোট মেয়ে-শীমা)

৫. ঝুমুর: বড় মেয়ে। সাধু মেয়েটিকে ভালোবাসে।

৬.সঞ্জয়: জোয়াড়ী ব্যবসা।

৭.লতা: তার বৌ। সাধুকে ভাই বানায়।

৮.যতিন বাবু: থানার দারোগা

৯. করুণা: ছোট্ট মেয়ে।


কাহিনী সংক্ষেপ:

একটা মাফলার হলে সমস্ত পৃথিবীর মানুষকে মৃত্যু দন্ড দিয়ে দিতে পারা সাধু থাকে নিজের মতো করে। মানুষের গলায় ফাঁস লাগানোর জন্য‌ই যার জন্ম। ডাকাতের ছেলে ডাকাত‌ই হয়েছে। সামান্য কিছু বাসনের লোভে হত্যা করে মোহনপুরের বাসন‌ওয়ালা, চাঁদ তারণকে। মেরে মাঠে বালির মধ্যে পুঁতে রাখে। হত্যার কায়দাটা একটু ভিন্ন। প্রথমে টার্গেট করা, তার পর ভাব জমানো, শেষে হঠাৎ গলায় ফাঁস, চোখ আর জিহ্বা উপড়ে বেরিয়ে আসলে বুকের উপর হাঁটুর চাপ। একেবারে অব্যর্থ কায়দাটি শিখেছিল ওস্তাদ বাহাদুরের কাছ থেকে। 

ডাকাত থেকে বাসন‌ওয়ালা হয়ে যাত্রা করে মেলার উদ্দেশ্যে। পথে ভবমুক্তারের পরিবারের সাথে দেখা হয়। উকিলের দুই মেয়ের গলায় সোনার চেইন দেখে মাফলার হাতানো বেড়ে যায়। মুক্তারের বন্দুকের ভয়ে সেবার অনেক কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করে। মেলায় বাসন কম দামে বিক্রি করে ছোট খাটো একটা রাজা হয়ে যায়। মেলায় পরিচিত হয় জোয়াড়ী সঞ্জয় বোসের সাথে। লতা তাকে ভাই বানায়। সেখানেই থাকতে থাকে। কিন্তু, কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে না পেরে অল্প কিছু টাকার জন্য এক চানাচুর বিক্রেতাকে এক‌ই কায়দায় মেরে ফেলে। লতার ট্রাঙ্ক চুরি করার চেষ্টা করে অনেক বার। মেলায় উকিলের মেয়ে ঝুমুরের সাথে ভাব হয়। উপহার কেনা কাটা হয় কিন্তু দেয়া হয় না। এক রাতে গলার সেই হারটার জন্য সাধুর ভেতরে জেগে ওঠে অন্য একজন। ভালবাসার মানুষটিও ওর কাছে মূল্যহীন। কিন্তু, মারতে পারে না। কিছুদিন পর দ্বিতীয় খুন হয় মেলায়। মেলা বন্ধ হ‌ওয়ার উপক্রম। দারোগা যতিন বাবু আসামি খোঁজার দায়িত্ব নেন। সাধু , যতিনের মাফলার দিয়ে কাজ সেরে চলে যায় মেলা থেকে। সঞ্জয়রা বুঝতে পারে, তাদের ভুল। যেদিকেই যায় একটার পর একটা খুন হতেই থাকে। শেষে দেখা হয় ছোট্ট মেয়ে করুণার সাথে। মেয়েটির হাতের বালাটা দেখে সাধুর হাত আসফাস করতে থাকে। মাফলার পড়াতেও গিয়েছিল। কিন্তু পারে নাই। সাধু শেষে নিজেই ধরা দেয় পুলিশের কাছে। ফাঁসি হ‌ওয়ার আগে ঝুমুরের জন্য রেখে যায় একটি মেসেজ ও গিফ্টটা। সাধুকে কেউ ঠেকাতে পারবে না।  সে আবার ফিরে আসবে।


@Mithun

দ্য দা ভিঞ্চি কোড___ড্যান ব্রাউন

 #Book_Summery: (20)


দ্য দা ভিঞ্চি কোড

____ আমেরিকান জনপ্রিয় ঔপন্যাসিক ড্যান ব্রাউন


প্রথম প্রকাশ:২০০৩

বঙ্গানুবাদ: নাজিম উদ্দিন


পূর্ব লেখ: একটা ব‌ই পড়ে সামারিটা সব সময় লিখে রাখার চেষ্টা করি। তবে যারা আগে ব‌ইগুলো কখনও পড়েন নি কিন্তু পড়তে চান, তারা এটা না পড়ে সরাসরি মূল ব‌ই পড়ে ফেলুন। না হলে পড়ার আগ্রহ নষ্ট হয়ে যাবে। এগুলো শুধু আমার নিজের গাইডের জন্য লেখা। তবে যারা আগে পড়েছেন, তারা চাইলে রিক্যাপ করতে পারবেন।


লিওনার্দো দা ভিঞ্চির গোপন পরিচয় ও তার চিত্রকর্মের বিশ্লেষণ, স্যার আইজ্যাক নিউটনের সমাধি রহস্য, প্রাচীন প্যাগান ধর্ম, বর্তমান খ্রীষ্ট ধর্মের মূল ভিত্তিই যে মিথ্যা, ব্রেইন ওয়াশিং ও উগ্রবাদী ধর্মীয় সংগঠন "ওপাসদাই" এবং মূল আকর্ষণ-সিক্রেট সোসাইটি "প্রায়রি অব সাইওন" ( ভ্রাতৃ সংঘ ) এর নেতৃবৃন্দ, কি স্টোন,হলি গ্রেইল এবং স্যাংগৃল অর্থাৎ গোপন দলিল দস্তাবেজের খোঁজ, যীশু খ্রিস্টের বংশ ইতিহাস সম্পর্কে রেফারেন্সসহ জানতে পারবেন।


চরিত্র:

১.রবার্ট ল্যাংডন: আমেরিকান সিম্বলজিস্ট

২.ল্যুভরের কিউরেটর জ্যাক সনিয়ে: শেষ গ্র্যান্ড মাস্টার, ভ্রাতৃ সংঘ।

৩.সোফি নেভু:ক্রিপ্টোলজিস্ট।

৪.ক্যাপ্টেন বেজু ফঁসে: DCPJ, ফ্রান্স 

৫.লেই টিবিং: মূল অপরাধী।

৬.বিশপ আরিঙ্গারোসা: পাদ্রী, ওপাসদাই।

৭.সাইলাস: বিশপের ভক্ত।

৮. সিস্টার সানরিন।


#হাইলাইট:

১০৯৯ সালে গডফ্রাই দ্যা বুইলো জেরুজালেমে প্রতিষ্ঠা করেছিলেন গোপন সংগঠন" প্রায়রি অব সাইওন"। ভ্রাতৃ সংঘের সকল দলিল ৯ বছর হেরট মন্দিরের নিচে থাকা বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে নিরাপত্তার জন্য সরিয়ে নেয়া হতো (জেরুজালেম-ব্রিটেন-ফ্রান্স)। প্যাগান ধর্মে বিশ্বাসী এই সংঘের গ্র্যান্ড মাস্টারদের মধ্যে ছিলেন, স্যার আইজ্যাক নিউটন, ভিক্টর হুগো, #লিওনার্দো_দা_ভিঞ্চি (১৫১০-১৫১৯), বত্তি চেল্লি সহ অনেকে।

জানতে পারবেন ল্যুভরে থাকা ভিঞ্চির আঁকা অনেক চিত্রকর্ম সম্পর্কে। #মোনালিসা( ৩১ ইঞ্চি দৈর্ঘ্য, ২১ ইঞ্চি প্রস্থ) নামটি ভিঞ্চি কেন দিয়েছিলেন? এটি আসলে নারী পুরুষের মিলিত নাম (হার্মাফ্রোডাইট) মা মিশরের দেবতা আমন-লিসার একটি এনাগ্রাম মাত্র। বর্তমানে যে খৃষ্ট ধর্ম তা সংকর ধর্মের একটি রূপ মাত্র। খৃষ্টানদের বর্তমানের বাইবেল বিন্যস্ত হয়েছিল প্যাগান রোমান সম্রাট কনস্টানটিন দ্যা গ্রেট কর্তৃক, দুই ধর্মের অনিবার্য যুদ্ধ ঠেকাতে সংকরায়নের ( প্যাগান প্রতীক, সন তারিখ, আচার মিশিয়ে এবং তার বাছাইকৃত নিউ টেস্টামেন্টের ৮০ টি গসপেলের সমন্বয়ে) মাধ্যমে। খৃষ্টানদের বড়দিন, সরকার সানডে সব‌ই প্যাগানদের থেকে চুরি করা। জানতে পারবেন যীশু খ্রিস্টের সাথে মেরি ম্যাগদালিনের সম্পর্ক, তারা কি বিবাহ করেছিল? তাদের ব্লাড লাইনের ইতিহাস রেফারেন্স সহ জানতে পারবেন। এমন সব সত্য ঘটনা প্রায়রিরা সংরক্ষণ করে যাচ্ছে যুগ যুগ ধরে। যা প্রকাশ পেলে খৃষ্ট ধর্মের মূল ভিত্তিই ধ্বংস হয়ে যাবে। যীশু ঈশ্বরের পুত্র,মানুষ নয় বরং স্বর্গীয় দূত বলে তারা বিশ্বাস করে। কিন্তু প্রায়রিদের দলিল প্রকাশিত হলে সব কিছু উলট পালট হয়ে যাবে ,এই ভয়ে ভ্যাটিকানের পোপরা তখন থেকেই খুঁজে বেড়াচ্ছে সেগুলো ধ্বংস করার জন্য।

ওপাস দাই প্রায়রিদের গোপন দলিল হস্তগত করতে খুন করে প্রায়রির প্রধান চার জনকে। তার মধ্যে গ্যান্ড মাস্টার জ্যাক সনিয়ে ছিলেন। মারা যাওয়ার সময় গোপন তথ্যের সন্ধান কেবলমাত্র তার উত্তরসূরীর জন্য এনাগ্রাম আর ফিবোনাচ্চির সংখাক্রম দিয়ে সাজানো এক জটিল কোড রেখে যান। যার সমাধান কাহিনী নিয়েই মূল রহস্য গুলো উঠে আসে। ল্যাংডন আর সোফি নেভু অনেক কাঠখড় পুড়িয়ে কোডগুলো সমাধান করে  প্রায়রিদের কি-স্টোনটা খুঁজে পায় জুরিখ ডিপোজিটরি ব্যাংকের ভল্টে, মা বিশ্বে সুইজ ব্যাংকের মোট চারটি শাখার একটি। পুলিশ সনিয়ের মৃত্যুর তদন্তে ল্যাংডনকে সন্দেহ করে। কি-স্টোন নিয়ে উঠে বন্ধু লেই টিবিংয়ের শ্যাতু ভিলেতে। আলোচনায় আরও রহস্য উন্মোচন হয়। 

লিওনার্দো দা ভিঞ্চির আঁকা "#দ্যা_লাস্ট_সাপার" যাতে যীশুর ১২ জন অনুসারীদের মধ্যে একজনকে সবার অলক্ষ্যে নারীরূপে ফুটিয়ে তুলা, মেরি ম্যাগদালিন যীশুর প্রেমিকা। চার্চ তাকে বেশ্যা বলে প্রচার করে। আর‌ও আছে চিত্রকর্ম ম্যাডোনা অব দি রকস, ভিট্রোভিয়া ম্যান, এডোরেশন অব দি মাজাই এর বিশ্লেষণ, #আইজ্যাক_নিউটনের সমাধি রহস্য উন্মোচন পাইরেক্সের তৈরি কাচের মতোই স্বচ্ছ করে তুলা হয়েছে। এছাড়া তাস খেলার সাথে টারোটের কি সম্পর্ক , তাদের প্রতীক কিসের গুরুত্ব বহন করে, প্যাগান ধর্মের গোপন ধর্মীয় অনুষ্ঠান পদ্ধতি ও প্রতীক, নারী-পুরুষের প্রকৃত প্রতীক, জ্যোতির্বিদ্যার মঙ্গল আর ভেনাসের পেন্টাকল, নারীকে গোলাপ দিয়ে ভালোবাসা কেন জানানো হয়, নারীর গোপনাঙ্গের সাথে তার কি মিল, সময় নির্ধারক প্রাচীন রোজ লাইন বা দ্রাঘিমা রেখা ইত্যাদি আশ্চর্য সব অজানা তথ্য।

স্যাংগৃলের খোঁজে তারা ইংল্যান্ড যায়। কি-স্টোনের একটি কোড সমাধান হলে ধোঁয়ার আড়ালে থাকা অপরাধের মূল হুতা টিবিংয়ের সব ফাঁস হয়ে গেলে ল্যাংডন আর সোফির প্রাণ সংশয় হয়ে পড়ে। জিম্মি অবস্থা থেকে উদ্ধার করে ক্যাপ্টেন ফঁসে। শেষে ল্যাংডন একাই স্যাংগৃলের খোঁজ পেলেও বিশ্বাস আর প্রতিশ্রুতি অনুযায়ী প্রকাশ করে না।


লেখকের দাবী: ব‌ইটির সমস্ত তথ্য ও উপাত্ত একেবারেই সত্য। তবুও এটা একটা ব‌ই মাত্র।


©Mithun

Thursday, August 6, 2020

বৈকুণ্ঠর_উইল ____শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

Book Summery:(18)


বৈকুণ্ঠর উইল

____শরৎচন্দ্র চট্টোপাধ্যায়


চরিত্র:

১.বৈকুন্ঠ মজুমদার: মুদি দোকানদার, সৎ, আদর্শবান।
২.গোকুল ( বড়ছেলে) : সহজ সরল, সৎ, মা মৃত, ছাত্র ভালো না হ‌ওয়ায় বাবার দোকানের দায়িত্ব নেয়।
৩.বিনোদ ( বেনদা): ছোট ছেলে, ছাত্র ভালো, সঙ্গ দোষে নষ্ট।
৪.ভবানী: বিনোদের মা। গোকুলের সৎ মা। স্বামীর প্রতি অনুগত। অন্য সাধারণ মায়ের মতো না।
৫. মনোরমা: গোকুলের স্ত্রী। কূটবুদ্ধিতে নিরন্তর।
৬. নিমাই রায়: গোকুলের শ্বশুর।
৭.জয়লাল বাড়ুজ্জে: স্কুলের শিক্ষক, সুবিধাবাদী।

মূল কাহিনী:

বৈকুন্ঠ মজুমদার মুদি দোকান করে। কখনও কাউকে ঠকায় নাই। স্ত্রী ভবানী অনুগত ও স্বল্পভাষী। গোকুল তার সৎ ছেলে হলেও কখনো সে তাকে অন্য চোখে দেখে নাই। গোকুল পরীক্ষায় ফেল করেছে বলে পড়াবাদ দিয়ে বৈকুণ্ঠ তাকে দোকানে বসাতে চাইলে ভবানী তাকে বাধা দেয়। তাকে আরেকটা সুযোগ দিতে বলে, গোকুলকে বুঝ দেয়। এদিকে বিনোদ ক্লাসের ফার্স্ট হয়ে একেবারে ডবল প্রমোশন পেয়ে বসেছে। তাই দেখে জয়লাল এসে তেলা মাথায় তেল দিতে শুরু করে দিল। সে গোকুলকে গর্ধভে নামিয়ে এনে বিনোদের আকাশচুম্বী প্রশংসা করে তার উজ্জ্বল ভবিষ্যৎ ধরিয়ে দিয়ে বৈকুণ্ঠের দোকানের বাকি খাওয়ার সম্ভাবনা আরও শক্ত করিল। গোকুল এত‌ই সরল যে পরীক্ষায় দেখার সুযোগ করে দিলেও দেখে নাই। বিনোদ কলিকাতায় লেখাপড়া করতে গিয়ে সঙ্গদোষে খারাপ হয়ে উঠেছিল। বৈকুণ্ঠ মারা যাবার সময় তার কষ্টে গড়া সম্পদ ও দোকান বিনোদের নামে কিছু দিলে পাছে নষ্ট করে ফেলে এই ভয়ে গোকুলকে লিখে দিয়ে যায়। আর বলে যায়, সে যেন তার মায়ের প্রতি অন্যায় না করে। সে ভালো হলে তাকে যেন সে তখন দেখে। গোকুল বিনোদকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ থাকত। তার ভাই মেজিস্ট্রেট হবে বলে গর্ব করে। তার সকল খরচ গোকুল‌ই বহন করে। বাবার শ্রাদ্ধের সময়‌ও বিনোদ আসছে না দেখে গোকুল জয়লালের মাধ্যমে অনেক খবর পাঠিয়েছে। এই সুযোগে জয়লাল অনেক টাকা হাতিয়ে নেয়। শ্রাদ্ধানুষ্ঠানের ২ দিন আগে বিনোদ আসে । কিন্তু,কারো সাথেই কোন কথা বলে না। বৈকুণ্ঠের লিখে দেয়া উইলের বিরুদ্ধে এবার দাবি করে বসবে ভেবে স্ত্রী মনোরমা ,নানা রকম কূটবুদ্ধি দিতে থাকে স্বামীকে। গোকুল সহজ সরল, তাই সবকথায় সায় না দিয়েও কিছু কিছু কথায় আবেশিত হয়ে মাকে ব্যথা দিতে শুরু করল। স্ত্রীও ভবানীকে বাঁকা কথায় অতিষ্ঠ করে তুলল। মনোরমা , স্বামীর ব্যবসার ভার নিতে তার বাবা ধূর্ত, নিমাই রায়কে , ডেকে আনে। সে প্রথমেই এসে পুরানো হিসাব রক্ষককে তাড়িয়ে দিতে চাইলে ভবানী তাতে বাধা দিয়ে গোকুলকে হুকুম দিয়ে যায়। নিমাই রায় গোকুলকে ভবানী আর বিনোদের বিরুদ্ধে নানা ভুল তথ্য মিথ্যা অপবাদ দিয়ে খেপিয়ে তুলতে চায়। মনোরমার তিক্ত কথা আর সহ্য করতে না পেরে ভবানী তার ছোট ছেলেকে বলে তাকে নিয়ে যেন সে অন্যত্র চলে যায়। বিনোদ আলাদা বাসায় মাকে নিয়ে যেতে চাইলে গোকুল বাধা দেয়। কেন চলে যাচ্ছে এসবের কিছুই সে জানে না। অথচ, তার স্ত্রী বলেছিল, গোকুল নাকি তাদের চলে যেতে বলেছিল। গোকুল তাদের অত্যন্ত ভালোবাসত তাই সে কেঁদে কেঁদে বলল, মা কিভাবে ছেলেকে ছেড়ে চলে যেতে পারে? আলাদা বাসায় থাকা বিনোদকে জয়লাল খেপিয়ে তুলল। তার সম্পদ কেন সে দাবি করছে না। মাঝেমধ্যে গোকুল এসে তাদের বাসায় বাজার করে দিয়ে যায়। গোকুল তখনও তার ভাইকে নিয়ে লোকের সামনে গর্ব করে, তার ৪ টি পাশ করা ভাই মেজিস্ট্রেট হবে। বিনোদ এম.এ পরীক্ষা দেবে না শুনে মনে কষ্ট পায়। বিনোদ একদিন দুষ্টু বন্ধু আর জয়লালের প্ররোচনায় দাদার কাছে সম্পদ দাবি করতে আসে। বাবার কাছ থেকে সব সম্পদ একাই গোকুল লিখে নিয়েছে বলে চোর অপবাদ দেয় বিনোদের বন্ধুরা। যদি বিনোদ বলে সে চোর তাহলে সব দিয়ে চলে যাবে। জয়লাল তার মাকে স্বাক্ষী দিতে বললে, গোকুল বলে, কি মাকে তুই আদালতে নিবি..!! নিগে যা সব সম্পদ নিগে । নিমাই রায় বাধা দেয়, এভাবে সব দিয়ে দিতে চাইলে। গোকুল বিনোদকে বলল, তুই আমার পা ছুঁয়ে বল, আমি চোর। বিনোদ কেঁদে ওঠে বলল, আমি মদ খাই, কিন্তু আমি তোমাকে চিনি দাদা। তোমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, আর কোনদিন মদ খাবো না। তোমার ভাই বলে যেন নিজেকে পরিচয় দিতে পারি আশির্বাদ করো। বলে পায়ে লুটিয়ে পড়ল।

©Mithun

দ্য লাভ ___সুবর্ণ আইজ্যাক বারী

Book Summery:(19)

দ্য লাভ

___সুবর্ণ আইজ্যাক বারী


জন্ম: ৯ এপ্রিল ২০১২
বাঙালি বংশোদ্ভূত মাত্র ৪বছরের শিশু PhD স্তরের গণিত, পদার্থবিজ্ঞান , রসায়নের সমস্যা সমাধানে সক্ষম হ‌ওয়ায় প্রেসিডেন্ট বারাক ওবামার কাছ থেকে স্বীকৃতি পায়। সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক শিশুর প্রতিবাদ নিয়ে লেখা ব‌ইটি। পৃথিবীকে ধর্মীয় সাম্যের আওতায় এনে উগ্র ধর্মান্ধ, তালেবান ও আই.এস. (IS) দের বিরুদ্ধে প্রতিবাদ, হিংসাকে ভুলে থাকা ও সন্ত্রাসমুক্ত পৃথিবী গড়ার স্বপ্ন নিয়ে লেখা। প্রতিবাদে অংশ নেয় বাংলাদেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অন্যান্য দেশের জনতা।

১০ অধ্যায়ে বিভিন্ন সন্ত্রাসবাদের সংক্ষিপ্ত ঘটনার সমন্বয়ে এটি
১.#ইমামকে_আমেরিকার_জন্য_প্রার্থণা: করতে বললে সাড়া না দেয়ায় আঘাত থেকে জনক জর্জ ওয়াশিংটনের মূর্তির কাছে চিঠি লিখে। 
১১ সেপ্টেম্বর ২০০১ , লাদেন কর্তৃক টুইন টাওয়ার আক্রমণ ও ধ্বংস। অনেক মানুষের প্রাণহানি।
২.#নিউইয়র্ক_বিশ্ববিদ্যালয়ে_সন্ত্রাস: ১৬ ডিসেম্বর ২০১৪; পাকিস্তান সেনাবাহিনীর স্কুলে তালেবানের হামলা, ১৩০ জন শিশু নিহত, ৫ বছরের খোলাসহ।
৩.#ওয়াশিংটনে_সন্ত্রাস: ৭ জানুয়ারি ২০১৫;
ফরাসি ব্যাঙ্গাত্মক পত্রিকা, চার্লি হেবড়ো, মোহাম্মদ (সা.) কে নিয়ে ব্যাঙ্গ করে কার্টুন, IS এর হুমকি।
৪.#আমি_সমকামীদের_ভালোবাসি:। ১২ জুন ২০১৪; লিঙ্গ সমতার পক্ষে।
৫.#ফারাজ_ও_তারিশি: ১ জুলাই ২০১৬; ঢাকার হলি আর্টিজানে রাত ৮ টায় ৭ জন জঙ্গী সন্ত্রাসী জিম্মিদের উপর নির্বীচারে গুলি চালালে, ক্যাফের প্রায় সবাই নিহত।
৬.#রোহিঙ্গাদের_বিরুদ্ধে_সন্ত্রাস: খ্রীষ্টপূর্ব ৩০০০ বছর আগে থেকে রোহিঙ্গারা মায়ানমারে বাস করে আসছে। অথচ তার এখনও নাগরিকত্ব পায় নি। দেশের সকল সুবিধা থেকে বঞ্চিত। 
অং সান সুচির বিরুদ্ধে প্রতিবাদ।
৭.#দুই_ভাই : অপূর্ব এবং আইজ্যাক। আমেরিকার পতাকার প্রতি সম্মান দেখাতে গিয়ে স্কুল মিস। দেশপ্রেম।
৮.#মা_বনাম_পুত্র: ক্রিসমাস ট্রি এনে বড় দিন পালন নিয়ে মায়ের বাধা ও পরে অনুমতি।
৯.#সন্ত্রাসমুক্ত_পৃথিবী: লাদেনের হত্যার প্রতিশোধে জঙ্গি সংগঠন। মিসরীয় ক্রিসমাসের দিন গণহত্যা (২১ জন)। ইয়েমেনের ব্যস্ততম মসজিদে হামলায় ১৪০ জন নিহত।
১০.#ভূমিকা_লেখেন: ব্রঙ্কস সি কলেজের প্রেসিডেন্ট সিকেনেগ্নি।
১১.কাজী নজরুল ইসলাম ধর্ম বিরোধকে হ্রাসকল্পে তার ৪ পুত্রের নাম সব ধর্মের নাম মিশিয়ে রেখেছিলেন ( কৃষ্ণ মোহাম্মদ, অরিন্দম খালেদ, কাজী সব্যসাচী ও কাজী অনিরুদ্ধ)
পৃথিবীতে ৭.৫ বিলিয়ন লোকের মধ্যে ২.২ বিলিয়ন খ্রিষ্টান, ১.৮ বিলিয়ন মুসলিম ( ২৪% মোট জনসংখ্যার), ইহুদি ১৫ মিলিয়ন (০.২%)। অথচ এখন পর্যন্ত ৯০০ জন নোবেলজয়ীদের মধ্যে ২০৩ জন‌ই ইহুদি (২৩%) এবং মুসলমান মাত্র ১০ জন। তাই সন্ত্রাসবাদকে ভুলে পরিবারের সাথে ভালো সম্পর্ক রাখা । গণিত ও বিজ্ঞান চর্চায় যোগ দেয়ার আহ্বান জানায়।

সোনালী পোকা

Book Summery:(16)


The Golden Bug ( সোনালী পোকা

___এডগার অ্যালান পো (১৮০৯)
প্রকাশ:১৮৪৪

লেখক পরিচিতি:

জন্ম: ১৮০৯, বোস্টন, আমেরিকা।
বাবা: ডেভিট পো
মা: এলিজাবেথ পো
১৮২৭ সালে আমেরিকান আর্মিতে যোগ দেন। পরে নিউইয়র্কে এসে বন্ধুহীন হয়ে পড়েন। এক গল্প প্রতিযোগিতায় তাঁর লেখা শ্রেষ্ঠ হলে তাঁর জীবন ঘুরে যায়।

চরিত্র: 

১.উইলিয়াম লীগ্র্যান্ড: আত্ম মর্যাদাবান শিক্ষিত, উচ্চ বংশ।
২.জুপিটার: উইলিয়ামের বাড়ির পুরানো কর্মচারী,ভৃত্য।
৩.লেখক: উইলিয়ামের বন্ধু। চার্লসটন শহরের বাসিন্দা।

মূল কাহিনী:

আত্মসম্মান আর আত্ম মর্যাদাবান হুগনেট বংশের ধনিক শ্রেণী থেকে ক্রমেই দরিদ্র সব হারাতে বসেছে। তাই সে নিজ জন্মস্থান নিউ এলিন্স ত্যাগ করে ভৃত্য জুপিটারকে সাথে নিয়ে চলে যায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার চার্লসটন শহরের নির্জন দ্বীপ সুলিভানে। বালিয়াড়ীময় দ্বীপে মাটল ফুলের সমারোহ। লীগ্র্যান্ড সেখানে কীটপতঙ্গ সংগ্রহ করে। একদিন জুপিটারের সহায়তায় এক আশ্চর্য সুন্দর সোনালী পোকা ধরে। উইলিয়াম তার বন্ধুকে সেই পোকা সম্পর্কে বলে ও একটা পুরানো এক টুকরা কুড়িয়ে পাওয়া কাগজে ছবি এঁকে তাকে দেখায়। বন্ধু বলে সে একটা মৃত মানুষের মাথার খুলি একেছে । উইলিয়ামের চিত্রকর্মের একটু সমালোচনা করলে সে রেগে যায় ও কাগজটি নিয়ে নেয় । সেও ফায়ার প্লেসের আগুনে দেখে তাতে মাথার খুলিই আঁকা, কিন্তু সে তা আঁকে নি। তাই কি ভেবে সেটা রেখে দেয়। ১ মাস উইলিয়ামের সাথে আর দেখা হয় না। হঠাৎ একদিন জুপিটার এসে খবর দেয় জুপিটার পাগল হয়ে যাচ্ছে। ও তার তার বন্ধুকে একটা চিঠি দিয়ে দ্রুত যেতে বলে। সে জুপিটারের সাথেই র‌ওনা হলো, সাথে দুটি কোদাল ও একটি বেলচা। উইলিয়াম লীগ্র্যান্ড তার পোকা টিকে দেখায় ও একটি অভিযানে সাথী হ‌ওয়ার জন্য আমন্ত্রণ জানায়। অনিচ্ছা সত্ত্বেও অভিযানে যোগ দেয়।  প্রকৃত ভূখন্ডের পাহাড়ে গিয়ে দেখতে পায় কিছ সুউচ্চ ওক গাছ। তার‌ই সবচেয়ে বড়টিতে সোনালী পোকা নিয়ে উঠতে বলে জুপিটারকে। উইলিয়ামের নির্দেশমতো জুপিটার গাছটির ৭ম দুই জোড়া শাখায় উঠে মৃত ডাল বেয়ে খুঁজে পায় একটি মৃত মানুষের মাথার খুলি। নির্দেশমতো তার বা চোখের ভেতর দিয়ে সোনালী পোকা টা ফেলে দিলে যেখানে পড়ে সেখানে খুড়ে কিছু পায় না।আসলে সে ভুল চোখে দিয়েছিল। পরে উইলিয়াম হিসেবে করে আরেকটা জায়গা নির্বাচন করে খুঁজে পায় বিপুল ধন সম্পদ। তার হারানো বংশের ঐতিহ্য ফিরে পায়। রহস্য সমাধানে বন্ধুর প্রশ্নের উত্তরে উইলিয়াম সব খুলে বলে বিস্তারিতভাবে। সমুদ্রের তীরে ঘুরার সময় খুঁজে পায় সোনালী পোকাটাকে। উইলিয়াম ধরতে গেলে তার মাথায় কামড় বসিয়ে দেয়। পরে জুপিটার পাশেই বালির মধ্যে পড়ে থাকা একটুকরো কাগজ কুড়িয়ে পোকাটাকে ধরে তার প্রভুকে দেয়। সেই কাগজেই উইলিয়াম ছবি এঁকেছিল পোকার। উইলিয়াম ছবি আঁকার আগে বেশ ভালোভাবেই লক্ষ্য করেছিল দুই পাশ‌ই খালি। তার বন্ধু তখন অঙ্কিত ছবিটি দেখছিল তখন কুকুর নিউফাউন্ডল্যান্ডের ছুটে আসায় সেটি আগুনের পাশেই পড়ে যায়। পরে উইলিয়াম কাগজটি পরীক্ষা করে দেখে , প্যাচম্যান্ট নামক বিশেষ কাগজে তৈরীর সেটা। তাতে এমন কিছু কেমিক্যাল দিয়ে লেখা ছিল যা নির্দিষ্ট তাপমাত্রা পেলেই স্পষ্ট হয়ে উঠে।তাতেই সে সূত্র খুঁজে পায়। গোপন কোড সমাধান করে দস্যু কিডের বিপুল সম্পত্তির সন্ধান পায়।

©Mithun

Ferdous Hasan Mithun

How Will You Isolate and Characterise Salmonella spp. from Beef?

Isolation and Molecular Characterization of Salmonella spp. from Beef. Author:  Ferdous Hasan Mithun* Introduction: Innumberable foodborne z...