দেশেকে এগিয়ে নিতে দৃষ্টিভঙ্গির পরিবর্তন চাই।
আজ আমি একটা ছোট্ট ঘটনা শেয়ার করব আপনাদের সাথে।গত ২৪ সেপ্টেম্বর ২০১৯ ইং তারিখ আমরা আমাদের ভেটেরিনারি ক্লিনিকে ক্লাস করছি। আমাদের এক গ্রুপমেটের জন্মদিন ছিল সেদিন। একজন তার জন্মদিন পালন করা উপলক্ষে একটি নির্দিষ্ট পরিমান টাকা উত্তোলন করল। সবাই টাকা দিল। আমিও দিলাম কিন্তু আমি বললাম ক্লাসের সময় কোন কিছু উদযাপন করা অশোভনীয়। বলে আমরা কয়েকজন স্যারের সাথে কিছু রোগ নিয়ে আলোচনা করতে গিয়েছিলাম।এর জন্য একজন আমাদের," কতগুলো আবাল" বলে সম্ভোধন করে। তারমানে বুঝতেই পারছেন এসময় কেউ কারো ভাল চায় না। একজনকে উৎসাহ দেয়ার পরিবর্তে তাকে টেনে নিচে নামাতে ব্যস্ত আমরা। তাহলে দেশ কিভাবে উপরে উঠবে...! "যে জাতি যত হিংসুটে, সে দেশ তত অপমানিত ও নিষ্পেষিত।" দেশকে উন্নত করতে চাই উন্নত মনোবৃত্তি। সকলে হাতে হাত রেখে একসাথে এগিয়ে যেতে হবে। নিজে পিছে পড়লে আরেকজনকে টেনে না ধরে বরং তাকে ঠেলা দিয়ে, মনোবল দিয়ে,সাহস দিয়ে সামনে এগিয়ে যেহে সাহায্য করি। একসময় সেই ব্যক্তিটিই পিছিয়ে পড়া আপনাকে সামনে নিয়ে যাবে।
অতএব, সকলেই আমরা নৈতিক দিক থেকে অটল থাকব এই সংকল্প করি।
No comments:
Post a Comment
Never share any links or personal information. Keep your privacy strong.