একতার পতাকা
সময় চলে আপন মনে
কেহ নাহি যে থামায় তারে।
কত বেলা কত স্মৃতি
থেকে যায় মোদের হৃদয়পটে।
কত আশা কত চাওয়া
কভু নাহি ফুরোয় পাওয়া।
কত দুঃখ কত বেদনা
মনকে বোঝাই এত কেঁদোনা।
কত আবেগ কত অনুভূতি
সবই যেন এক চরম ভ্রান্তি।
কত আকার কত আকৃতি
যাদের মধ্যে নাই কোন প্রকৃতি।
কত ধর্ম থাকতে কর্ম
বুঝো না কেন এর মর্ম।
কত জাতি কত বর্ণ
এ নিয়ে কেন ভাই এতো তর্ক।
কত মন কত চিন্তা
এ নিয়ে করি মোরা দুশ্চিন্তা।
সময় থাকতে সব বিরোধ ভুলে
আসুন সবাই একতার পতাকা তলে।
রচনাকাল : ২৬ সেপ্টেম্বর ২০১৯
সময় : রাত ১২:০৬ মিনিট
No comments:
Post a Comment
Never share any links or personal information. Keep your privacy strong.