#Book_Summary : (27)
#সীমন্ত_হীরা
শরবিন্দু বন্দোপাধ্যায়
#ব্যোমকেশ সিরিজ
#চরিত্র:
১. ব্যোমকেশ
২.অজিতেশ
৩. কুমার ত্রিদিবেন্দ্র নারায়ণ রায় ( স্টেট )
৪. দ্বিগীন্দ্র নারায়ণ রায় ( চাচা , শিল্পী )
#মূল_কাহিনী:
রাজ বংশের মহামূল্যবান সীমান্ত হীরা চুরি গেছে। কে চুরি করেছে তাও জানা। কুমারের স্বয়ং চাচা। হীরা সম্পর্কে ভবিষ্যৎ বাণী করা আছে, হীরাটা নষ্ট হয়ে গেলে এক পুরুষের মধ্যে বংশের বিলুপ্তি ঘটবে। তাই রাজ পরিবারের সম্মান ও অস্তিত্ব টিকিয়ে রাখতে মরিয়া হয়ে পড়ে কুমার। ডাক পড়ে ব্যোমকেশের।
কোলকাতায় গিয়ে দ্বিগীন্দ্র বাবুর বুদ্ধির অহংকারকে কাজে লাগিয়ে ব্যোমকেশ হীরা বের করার একটা চ্যালেঞ্জ নিয়ে নেয়। সস্ত জায়গায় খুঁজেও যখন না পায়, সময় শেষ প্রায়, তখন লক্ষ্য করে দ্বীগিন্দ্র বাবু সবসময় ঘরে ঢুকেই বসার ঘরে টেবিলের দিকে নজর দেন। বুঝতে বাকি থাকে না যে হীরা টেবিলের উপরই আছে। বিখ্যাত নটোরাজ মূর্তির একটা মিনিয়েচার সে নিজে বানিয়ে রেখে দেয়। মূর্তিটা ভালো লেগে যায়, বলতেই সেটা তাকে দান করে দেয়। ব্যোমকেশ হতাশ। মূর্তির নিচে একটা B লিখে রাখে পেন্সিল দিয়ে। আশ্চর্য, মূর্তিটা চুরি যাও হুবহু সেইরকম আরেকটি সেখানে রয়ে যায়। শেষদিন, দ্বিগীন্দ্রের বাড়ি গিয়ে কথাচ্ছলে হাতসাফাই করে মূর্তিটা পাল্টে দেয়।
পরে সেটার মধ্যেই সীমন্ত হীরা পাওয়া যায়। কুমার হীরা পেয়ে খুব খুশি হয়।
©Mithun
No comments:
Post a Comment
Never share any links or personal information. Keep your privacy strong.