গ্যালিলিও গ্যালিলি
___জহুরুল আলম সিদ্দিকী
চরিত্র:
১. গ্যালিলিও গ্যালিলি: মহান বিজ্ঞানী, আধুনিক টেলিস্কোপের আবিষ্কারক।
২. ডিসিয়া: একমাত্র কন্যা ( গ্যালিলিও কে সবসময় প্রেরণা দিত বিজ্ঞানের কল্যাণে কাজ করতে)
৩. অ্যাবিসেন: গ্যালিলিওর ছাত্র
৪. বিজ্ঞানী ব্রুনো
৫. লসিকাস: ব্রুনোর বাবা
৬. নেরিসা: ব্রুনোর বোন
৭. পোপ ব্যারন
৮. পোপ ৮ম আরবান
কাহিনী সংক্ষেপ:
ইতালির পিসা শহর।
গ্যালিলিও তার আবিষ্কৃত শক্তিশালী টেলিস্কোপ দিয়ে কোপার্নিকাসের তত্ত্ব, " সূর্যই পৃথিবীর কেন্দ্র" পুনঃ প্রমাণ করেন গ্যালিলিও গ্যালিলি। এই মহান সত্যটি গ্যালিলিও সিলভিয়াতি (ছদ্মনাম) চরিত্রে প্রকাশ করেন, " ডায়ালগ কনসার্নিং দি টু চিফ সিস্টেমস অব দি ওয়ার্ল্ড"। ভ্যাটিকান সিটির চার্চ গ্যালিলিওর প্রকাশিত বইয়ের বিরুদ্ধে ৩ টি অভিযোগ আনে।
১. ধর্ম ত্যাগী
২. নাস্তিক কোপার্নিকাসের সূর্য কেন্দ্রিক ধারণার পুনঃপ্রবর্তন
৩. চার্জ তথা বাইবেলের বিরুদ্ধে ষড়যন্ত্র
অভিযোগ বলে গ্যালিলিওর বিরুদ্ধে কঠিন শাস্তির আদেশ দেয় পোপ ব্যারন। হয় তত্ত্ব ফিরিয়ে নিতে হবে, না হয় শাস্তি ভোগ করতে হবে। এরিস্টটলের লেখা, " অন দি হেভেন" বইয়ে পৃথিবী বৃত্তাকার ও স্থির বলা হয়েছিল।
বিজ্ঞানের বিরুদ্ধে চার্চের বিবাদ পূর্বে থেকেই। সত্য প্রমাণের জন্য লুসিকাসের পুত্র বিজ্ঞানী ব্রুনোকে আগুনে পুড়িয়ে হত্যা করে ও কন্যা নেরিসাকে চার্চে বন্দি করে রাখে। রজার বেকনেরও একই দশা হয়েছিল। কন্যা নেরিসার মুক্তির জন্য লুসিকাস চার্চের আদেশে গ্যালিলিওকে বুঝাতে বলে। তার বক্তব্য ফিরিয়ে নিতে বাধ্য করতে পারলে তার কন্যাকে মুক্তি দেয়া হবে।
কন্যা, ডিসিয়া ও ছাত্র, অ্যাবিসেনের মধ্যে ভালোলাগা সৃষ্টি হয়। গ্যালিলিওকে চার্চের বিরুদ্ধে যাওয়ার অতীত ইতিহাস দেখে ভয় দেখানো হয়।
শুধুমাত্র কন্যার বিপদের কথা ভেবে বাধ্য হয়ে গ্যালিলিও তার চিরন্তন সত্য আবিষ্কারের প্রমাণ সম্বলিত বইটি ভুল / নিজের বক্তব্য ফিরিয়ে নেয়। এর কারণ দুটো-
১. হয় একমাত্র কন্যার প্রতি ভালোবাসা থেকেই গ্যালিলিও সত্য প্রকাশে পিছপা হয়।
২. নতুবা, তিনি বুঝেছিলেন, বিজ্ঞানের কল্যাণে তাকে আরও কিছুদিন বেঁচে থাকতে হবে।
চার্চ যাতে বইটি ধ্বংস না করে ফেলে এজন্য সেটি অ্যাবিসেনকে লুকিয়ে রাখতে বলে। গ্যালিলিও পরে আরও দুটো বই লিখে যান, তাতে পূর্বের কথাই সাংকেতিকভাবে লিখে যান। বর্তমানে তার লিখিত ৩ টি বইয়ের মূল কপিই, ভ্যাটিকান সিটির আর্কাইভ ল্যাবরেটরিতে সংরক্ষিত আছে।
©Mithun
No comments:
Post a Comment
Never share any links or personal information. Keep your privacy strong.